রাজ্য লিড নিউজ

বিশ্বভারতীর গেটের বাইরে দোল উৎসব ছাত্র-ছাত্রীদের

লাগাতার বিশ্বভারতীতে চলছে ছাত্র আন্দোলন আর সেই কারণেই বিশ্বভারতীতে বসন্ত উৎসব বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিলেন কলেজ কর্তৃপক্ষ। কিন্তু কবিগুরুর বিশ্বভারতীতে দোল উৎসব পালন হবে না তা কি কখনো হয়! তাই  বিশ্বভারতীর গেটের বাইরে দোল উৎসবে মাতল আন্দোলনরত ছাত্র-ছাত্রীরাই।

কিন্তু এই প্রথম কর্তৃপক্ষের নির্দেশে কবিগুরুর ক্যাম্পাসের ভেতরে তাল কাটল বসন্ত উৎসবের। উপাচার্যের নির্দেশে বন্ধ হয়েছে সমস্ত অনুষ্ঠান। তাই গেটের বাইরেই বসন্ত উৎসবে মেতে উঠল ছাত্রছাত্রীরা। বসন্ত উৎসব পালনের মাঝেও উপাচার্যের বিরুদ্ধে স্লোগানে মুখরিত হল ছাত্রছাত্রীরা।

বিশ্বভারতী ক্যাম্পাসের পাশাপাশি এদিন সকাল থেকেই উপাচার্যের বাড়ির সামনে বসন্ত উৎসবে মাতে ছাত্রছাত্রীরা। রঙের উৎসবে নিজেদের রাঙিয়ে দেওয়ার পাশাপাশি রঙ দিয়েই ভিসি গো-ব্যাক লিখে দেন ছাত্রছাত্রীরা। উপাচার্যের বাড়ির সামনেও আন্দোলনরত ছাত্রছাত্রীরা আরও একবার তাঁর বিরুদ্ধে সুর চড়ায়। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান ছাত্রছাত্রীরা।

শান্তিনিকেতনের বসন্ত উৎসব মজা ও আভিজাত্যই আলাদা। তাই ফি বছর এই বসন্ত উৎসব দেখার জন্য ভিড় জমান বহু মানুষ। তাই বাইরে থেকে আসা পর্যটকরা বসন্ত উৎসব নিয়ে যাতে হতাশ না হন সে জন্য বোলপুরে একাধিক পাড়ায় বসন্ত উৎসবের আয়োজন করেছেন স্থানীয়রা। তাতেই মেতে উঠেছেন বোলপুরের ৮ থেকে ৮০র বাসিন্দারা। বোলপুরে বাসিন্দাদের মনে রয়েছে রং। তাই সেই ডাকে সাড়া দিয়ে রঙের খেলায় নিজেদের নিমজ্জিত করে বসন্ত উৎসবের আনন্দ মশগুল বোলপুর।