আন্তর্জাতিক

মার্কিন মুলুকে করোনায় মৃত্যু হল সারমেয়’‌র

করোনায় এতদিন বহু মানুষের মৃত্যুও হচ্ছিল। এবার কুকুর করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে। তবে সেটা অবশ্য আমেরিকায়। জার্মান শেফার্ড প্রজাতির এই কুকুরটির নাম বাডি। লং ড্রাইভ, সাঁতার কাটা কিছুই বাকি রাখত না বাডি। এমনকী হ্যালোউইনেও সুন্দর করে সাজতে ভালোবাসত সে। বড় দাদার মতোই ১০ মাছের ছোট্ট ডিউককে (জার্মান শেফার্ড) সামলে রাখত সে। এপ্রিল মাসে ছিল তার সপ্তম জন্মদিন। বাড়ির সবার সঙ্গে থাকতে থাকতে সে বাড়ির সদস্যই হয়ে উঠেছিল।
জানা গিয়েছে, কিছুদিন আগে তার শ্বাসকষ্ট শুরু হয়। কষ্ট করেই শ্বাস নিচ্ছিল সে। তারপরই বাডির কোভিড রিপোর্ট পজিটিভ আসে। ১১ জুলাই মারা যায় বাডি। মার্কিন মুলুকে সেই প্রথম কুকুর যে কোভিডে আক্রান্ত হয়ে মারা গেল। বাডির মৃত্যুর পর তার মালকিন অ্যালিসন ম্যাহনি তার যাবতীয় রিপোর্ট ন্যাশন্যাল জিয়োগ্রাফির কাছে পাঠায়। মৃত্যুর আগে বাডির কি কি উপসর্গ দেখা গিয়েছিল তাও লেখা রয়েছে ওই রিপোর্টে। সেই রিপোর্ট দেখে পশু চিকিৎসক জানান, বাডি এক ধরনের ক্যানসারে ভুগছিল। যা আগে বুঝতে পারা যায়নি। তাই করোনাভাইরাস তার শরীরে সরাসরি থাবা বসাতে পেরেছিল।
আলিসান বাডিকে হারাবার পর নিউ ইয়র্কের বেশ কিছু পরিবারের সঙ্গে কথা বলেন। যাঁদের বাড়িতে পোষ্য রয়েছে। তাঁদের সঙ্গে কথা বলে সচেতন করেন। এপ্রিলের মাঝামাঝি সময় থেকে অনেকেরই পোষ্যর শরীর খারাপ হতে থাকে। প্রায় ২৫টি পোষ্যর কোভিড রিপোর্ট পজিটিভও আসে। বাডির পরিবারের অভিযোগ, প্রথমবারের পর আর কোনওরকম রক্ত পরীক্ষা করা হয়নি বাডির। করোনা হলে পশুদের কীরকম যত্ন নিতে হবে সেই সংক্রান্ত কোনও গাইডলাইনও দেওয়া হচ্ছে না।
বাডির ওজন কমতে থাকে। ক্রমশ অলস হয়ে পড়ে। এরপর পশু চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে তিনিও ধারণা করতে পারেননি যে বাডি করোনায় আক্রান্ত। আড়াই সপ্তাহ অ্যান্টিবায়োটিক এবং দুটি হার্টের ওষুধ খাওয়ার পর তাকে স্টেরয়েড দেওয়া হয়। এরপরই আলিসনের ফ্যামিলি ফিজিসিয়ন প্রথম সন্দেহ করেন বাডি করোনায় আক্রান্ত। তখনও তার ক্যান্সারও শনাক্ত হয়নি। একমাস পর তার কোভিডের টেস্ট হয়। ১১ জুলাই মারা যায় ১১ বছরের এই জার্মান শেফার্ড।