আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। দফায় দফায় চলছে বিক্ষোভ-প্রতিবাদ। শুক্রবার থেকে কর্মবিরতিতে নেমেছেন জুনিয়র চিকিৎসক ও পড়ুয়ারা। এমার্জেন্সি ছাড়া বাকি সমস্ত বিভাগ বন্ধ রাখা হয়েছে। সোমবারও দেশজুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে চিকিৎসক মহল।
সূত্র মারফত জানা গিয়েছে, হাসপাতালের চার জুনিয়র ডাক্তারকে তলব করেছে লালবাজার। জানা গিয়েছে, যে চারজনকে ডেকে পাঠানো হয়েছে, তাঁদের মধ্যে একজন হাউজস্টাফ আর বাকি তিন জন চিকিৎসক। তাঁদের সোমবার লালবাজারে আসতে বলা হয়েছে।
অন্যদিকে ঘটনার প্রতিবাদে সকাল ৯টা থেকে বিক্ষোভে সামিল হয়ে পথে নেমেছেন দিল্লির এইমস-র চিকিৎসকেরা। তাদের দাবি, আরজিকর কাণ্ডে যত শীঘ্র সম্ভব CBI তদন্ত করতে হবে। এছাড়াও এদিন দিল্লির রাম মোহন লোহিয়া হাসপাতাল, দিল্লির মৌলানা আজাদ মেডিক্যাল কলেজ, লেডি হারডিং মেডিক্যাল কলেজ, জিটিবি, সফদরজং হাসপাতাল, দীন দয়াল উপাধ্যায় হাসপাতাল- সহ ১০টি হাসপাতালের বাইরেও চিকিৎসকরা বিক্ষোভ দেখান।
এছাড়াও মধ্যপ্রদেশের ভোপালের এইমসেও চলে বিক্ষোভ। একইভাবে তারাও সিবিআই তদন্তের দাবি জানান। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কাছেও চিকিৎসক ও চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত সকলের নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন চিকিৎসকরা।