নিজের বাড়িতে ঢুকে মদ্যপ যুবকদের মদ্য পান করতে নিষেধ করার অপরাধে বেধড়ক মার খেলেন লাল বৃন্দর বিক্রম সিং নামের এক চিকিৎসক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে ব্যাটরা থানা এলাকার ৩৫/১ দশরথ ঘোষ লেনে।
অভিযোগ, ওই চিকিৎসক হাওড়ার দাস নগরের বাসিন্দা হলেও এই ঠিকানাতেও তাঁর একটি বাড়ি রয়েছে। গতকাল সন্ধ্যাবেলা তিনি দাস নগরের ১১ নম্বর পিসি লেনের বাড়ি থেকে দশরথ ঘোষ লেনের বাড়ির উদ্দেশ্যে যান। সঙ্গে ওই চিকিৎসকের বাবাও ছিলেন। বাড়ির ভেতরে ঢুকে দেখেন একদল যুবক তাঁর বাড়ির ভেতরে বসে মদ্যপান করছেন।
তাঁর বাবা ঘটনার প্রতিবাদ করলে তারা তেড়ে আসে। শুরু হয় বাকবিতণ্ডা। এরপর ওই চিকিৎসক তাদের প্রতিহত করে সেখান থেকে চলে যেতে বললেও তারা একজোট হয়ে চিকিৎসকের উপরে চড়াও হয়। বাবার সামনেই বেধড়ক মারধর করে চিকিৎসকের মাথা ফাটিয়ে দেওয়া হয়। তাঁর বাবা আটকাতে গেলে তাকেও নিগ্রহ করা হয় বলেই অভিযোগ ওই চিকিৎসকের।
তিনি আরও অভিযোগ করে বলেন, তাঁদেরকে ওই যুবকরা নিজেদের এলাকার মস্তান বলে পরিচয় দিয়ে শাসানি দেয়। এমনকি এই এলাকায় তাঁদেরকে ঢুকতে দেবে না বলে হুঁশিয়ারী দেয়।
ঘটনার সময় চিকিৎসকের গলাতে একটি সোনার চেন ছিল সেটাও তাঁরা ছিনিয়ে নেয় বলেই অভিযোগ করেন ওই চিকিৎসক। তাঁর মাথায় লোহার রড ও কাঠের টুল দিয়ে আঘাত করা হয় বলে জানান তিনি।
তিনি বলেন, তাপস মাল নামের ওই যুবক ওই এলাকারই বাসিন্দা। এর আগে কখনও তাঁর সঙ্গে কোনো বিরোধ হয়নি। তবে তাপস ছাড়াও সেখানে রাজ মল্লিক, আকাশ পাল নামেও যুবক উপস্থিত ছিল বলে জানান প্রহৃত চিকিৎসক লাল বৃন্দর বিক্রম সিং।
ঘটনার কথা লিখিত জানিয়ে অভিযোগ দায়ের করা হয় ব্যাটরা থানায়। এই ঘটনায় যারা জড়িত তাঁদেরকে গ্রেফতারের ও শাস্তি দেওয়ার দাবি জানান ওই প্রহৃত চিকিৎসকের পরিবার। যদিও ব্যাটরা থানা থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলেই পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় একজনকে আটক করেছে ব্যাটরা থানার পুলিশ। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চঞ্চল্য ছড়িয়েছে।