লাইফস্টাইল

সারারাত মুখে মাস্ক লাগিয়ে রাখেন?

ত্বক ভালো রাখতে এবং দাগহীন, উজ্জ্বল করতে আমরা কত কিছুই না করি। অনেকেই আছেন রাতে ঘুমানোর সময় ত্বকে মাস্ক লাগিয়ে রাখেন। কিছু ফেস মাস্ক আছে যেগুলো কিছুক্ষণ লাগিয়ে রেখে তারপর ধুয়ে ফেলতে হয়। তবে কিছু ফেস মাস্ক আছে, যেগুলো সারারাত লাগিয়ে রেখে পরেরদিন সকালে ধুয়ে নিতে হয়। এগুলোকে বলা হয় নাইট ফেস মাস্ক। এতে মুখের ত্বক অনেক বেশি কোমল হয় এবং উজ্জ্বলও হয়ে ওঠে। তবে এই মাস্কের সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও আছে। এজন্য কিছু ব্যাপার এড়িয়ে চলুন।

১। ক্লে বা অ্যাক্টিভেটেড চারকোল থাকা মাস্ক লাগিয়ে ঘুমানো এড়িয়ে চলুন। কারণ এগুলো সারারাত লাগিয়ে রাখলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে।

২। অ্যালকোহলযুক্ত পণ্য ব্যবহার এড়িয়ে চলুন, যা আপনার ত্বককে শুষ্ক এবং ক্ষতিগ্রস্থ করতে পারে।

৩। আপনি যদি অ্যাসিড বা রেটিনলযুক্ত ত্বকের বিভিন্ন পণ্য ব্যবহার করেন, তবে এই একই উপাদানযুক্ত ফেস মাস্ক সারারাত লাগিয়ে রাখবেন না, কারণ এর ফলে ত্বকে সমস্যা দেখা দিতে পারে।

৪। মাস্ক লাগানোর আগে মুখ ভালভাবে পরিষ্কার করে শুকনো করুন, এর ফলে জ্বালা বা অ্যালার্জি প্রতিরোধ হবে।