দেশ লিড নিউজ

পেট্রোল-ডিজেলের দাম কত বাড়ল জানেন?

ফের বাড়ল পেট্রল ও ডিজেলের দাম। গত চারদিনে তিনবার পেট্রল ও ডিজেলের দাম বাড়িয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। গত চারদিনে কলকাতায় পেট্রলের দাম বেড়েছে লিটারে ২ টাকা ৫১ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে লিটারে ২ টাকা ৪৩ পয়সা।

এখনও করোনা মহামারির ধাক্কা সামলে উঠতে পারেনি দেশের সাধারন মানুষ । রোজকার হেঁশেলে চাল ডাল নুন চিনি জোগাতে হিমশিম খেতে হচ্ছে।সেখানে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে কপালে হাত সাধারনের।বৃহস্পতিবার রাতে পেট্রোলের দাম লিটারে ৮৪ পয়সা এবং ডিজেলের দাম লিটারে ৮০ পয়সা বেড়েছে। আজ, শুক্রবার কলকাতা-সহ রাজ্যের পেট্রোল পাম্পগুলিতে পেট্রল বিক্রি হবে ১০৭ টাকা ১৮ পয়সা লিটার দরে এবং ডিজেল বিক্রি হবে ৯২ টাকা ২২ পয়সা লিটার দরে।

বাজারে প্রবল মূল‌্য বৃদ্ধির চাপ। ভোজ‌্য তেলের দাম আকাশ ছোঁয়া। এই অবস্থায় জ্বালানি যদি রোজ বাড়তে থাকে, তাহলে সমস্ত পণ্যের আরও মূল‌্য বৃদ্ধি ঘটবে।সাধারন মানুষের জীবন ধারন কষ্টসাধ্য হয়ে উঠবে।

উল্লেখ্য, কেন্দ্রের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরির আশ্বাস দিয়েছিলেন রাশিয়া- ইউক্রেন যুদ্ধের কোন প্রভাব পড়বে না জ্বালানি তেল ও রান্নার গ্যাসের ওপরে। কিন্তু দেখা যাচ্ছে, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পর থেকেই আন্তর্জাতিক বাজারে পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধি হয়েছে। প্রায় এক মাস হতে চলল ইউক্রেন -রাশিয়ার যুদ্ধ। রাশিয়ার উপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে একাধিক পশ্চিমি দেশ। আমেরিকা সহ আরও অনেক দেশ রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ করেছে।