করোনা আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন টিভি অভিনেত্রী দিব্যা ভাটনাগর। তার বয়স হয়েছিল ৩৪। দিব্যা গত নভেম্বরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কয়েকদিন ধরে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। সোমবার (৭ ডিসেম্বর) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত বছর ডিসেম্বরে গণন নামের এক ব্যক্তিকে বিয়ে করেন দিব্যা। কিন্তু কিছুদিনের মধ্যেই তাদের সংসারে বেজে ওঠে ভাঙনের সুর। আলাদা থাকতেন তারা। এই অভিনেত্রী হাসপাতালে ভর্তি হওয়ার পর তার মা জানিয়েছিলেন, বিবাহিত জীবন নিয়ে দিব্যা অনেক চাপে ছিলেন।
অসুস্থ হওয়ার আগে ‘তেরা ইয়ার হু ম্যায়’ কমেডি শোয়ের শুটিং করছিলেন দিব্যা। এছাড়া ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’, ‘সংস্কার’, ‘উড়ান’, ‘জিত গ্যায়ি তু পিয়া মোরে’ প্রভৃতি শোয়ে দেখা গেছে তাকে।
এই অভিনেত্রীর মৃত্যুতে তার সহকর্মী দেবলীনা ভট্টাচার্য, শিল্পা শিরোদকারসহ অনেকে শোক প্রকাশ করছেন।