হাবড়ায় শুরু হল উত্তর ২৪ পরগণা জেলা সবলা মেলা। জেলার বিভিন্ন লোকশিল্পীদের অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সূচনা হয়। হাবড়ার দেশবন্ধু পার্কে আজ বুধবার প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করেন হাবড়া পুরসভার প্রাক্তন পৌরপ্রধানা ও প্রাক্তন বিধায়ক তপতী দত্ত ও বর্তমান পুরপ্রশাসক নিলিমেশ দাস। ৫৬ টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই মেলায় অংশগ্রহণ করেছেন। প্রায় শ’খানেক স্টলে মহিলাদের হাতের কাজ প্রদর্শিত হয়েছে। মেলা চলবে নয় ফেব্রুয়ারি পর্যন্ত।
