খেলাধুলা

সানির অশ্লীল মন্তব্য, সপাট অনুষ্কা

খেলায় সবসময়ই সফল হবেন একজন এটা বোধহয় ধরে নেওয়া ঠিক নয়। সেখানে এবারের আইপিএলের ম্যাচে বিরাটের ক্যাচ ফস্কানো নিয়ে প্রাক্তন তারকা ক্রিকেটার সুনীল গাভাসকারের কমেন্ট্রিতে ফের অনুষ্কাকে টেনে নিয়ে অশ্লীল মন্তব্য ক্রীড়ামহল থেকে নেটদুনিয়ায় জোর চর্চা শুরু হয়েছে। ক্যাচ ফসকালেন বিরাট কোহলি। আর ধারাভাষ্যকার সুনীল গাভাস্কারের নিশানায় স্ত্রী অনুষ্কা শর্মা! গাভাসকরের এহেন মন্তব্যে হতাশ বিরাট কোহলিও। তবে গাভাসকরের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন অনুষ্কা শর্মা। বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মাকে জড়িয়ে সেই আক্রমণের ভাষাও অত্যন্ত কুৎসিত ছিল। তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সমলোচিত হতে থাকেন তিনি। তাঁর মন্তব্যের তীব্র নিন্দা করা হয়।
বিরাট কোহলি ক্যাচ মিস করেন দুটো। আর রান করলেন এক ভারতীয় অধিনায়ক। পাঞ্জাব ম্যাচে ব্যর্থ কোহলির বিশ্লেষণ করতে গিয়ে কোহলি এবং তাঁর অভিনেত্রী স্ত্রী অনুষ্কাকে নিয়ে অশালীন মন্তব্য করে ধারাভাষ্যকার সুনীল গাভাসকর বলেন, ‘‌ইন হোনে লকডাউন মে তো বাস অনুষ্কা কি গেন্দ কি প্র্যাকটিস কি হ্যায়!’‌ অর্থাৎ অনুষ্কার বক্ষযুগল নিয়ে বিরাট ব্যস্ত থাকাতেই এই খেলার হাল হয়েছে বোঝাতে চেয়েছেন তিনি। যা এখন নেটদুনিয়ায় ভাইরাল। গাভাসকারের মতো একজন সংবেদনশীল, সিনিয়র ক্রিকেটারের কাছ থেকে এমন অভদ্র, রুচিহীন মন্তব্য মেনে নিতে পারছেন না কেউ।
এই মন্তব্যে তেলেবেগুনে জ্বলে ওঠেন অনুষ্কা শর্মা। তিনি ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, মিস্টার গাভাসকার— আপনার যে বার্তা তা অত্যন্ত কুরুচিকর। কারও স্বামী ক্রিকেট মাঠে ব্যর্থ হলে কেন তাঁর স্ত্রীর দিকে আঙুল তোলা হয় বা স্ত্রীকে কেন দোষারোপ করা হয় তার ব্যাখ্যা কি আপনি দিতে পারবেন?‌ সকলের ব্যক্তিগত জীবন সম্পর্কে আপনার শ্রদ্ধা থাকা উচিত। আমার এবং আমাদের জন্য একই পরিমাণ শ্রদ্ধা আপনার থাকা উচিত বলেই মনে হয়। আপনার কাছে আরও অনেক শব্দ ছিল যা আমার স্বামীর পারফরম্যান্স নিয়ে আপনি বলতে পারতেন! কিন্তু আপনি কেন আমার নাম ব্যবহার করলেন?‌ ২০২০ সাল হয়ে গেল তবু ক্রিকেট মাঠে বিরাটের পারফরম্যান্সের কাটাছেঁড়া করতে আমাকে টেনে আনাটা বন্ধ হল না।
উল্লেখ্য, নিজের এমন মন্তব্যের পর এবং অনুষ্কার এমন জবাবের পরও এখনও মুখ খোলেননি গাভাসকার। কিংস ইলেভেন পঞ্জাবের সঙ্গে বৃহস্পতিবার দুবাইয়ের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের খেলা ছিল। আইপিএলের ওই ম্যাচে বিরাট কোহলি পর পর দু’‌বার লোকেশ রাহুলের ক্যাচ মিস করেন। পরে ব্যাটিং করতে গিয়ে মাত্র এক রানে আউট হয়ে তিনি ফিরে আসেন।