শিয়ালদহ শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন । শুক্রবার সকালে বারাসতে ট্রেন বিভ্রাটের জেরে চরম ভোগান্তির মুখে নিত্য যাত্রীরা।
জানা গেছে, এদিন ভোর সাড়ে ৫টা থেকে শুরু হয় সমস্যা। বারাসতে পয়েন্ট সিগন্যাল খারাপের জন্য বনগাঁ-শিয়ালদহ রুটে আপ এবং ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বনগাঁ থেকে শিয়ালদহগামী যে দ্বিতীয় ট্রেন, তা বামনগাছি স্টেশনে এসে দাঁড়িয়ে যায়। বাতিল হয় আরও বেশ কয়েকটি ট্রেন।
এসবের মধ্যেই বামনগাছিতে এতক্ষণ ধরে ট্রেন দাঁড়িয়ে আছে কেন, এই অভিযোগ তুলে বামনগাছি স্টেশনে ওই ট্রেনের চালককে গালাগালি এবং মারধরের চেষ্টা করেন এক যাত্রী।
এরপরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রেল পুলিশ। সকাল ৭টা নাগাদ ট্রেন চলাচল আবার শুরু হয়। তবে বেশ কয়েকটি ট্রেন বাতিল হয়েছে এবং যেগুলি চলছে তার সবই প্রায় এক ঘণ্টা করে লেট। সব মিলিয়ে প্রবল সমস্যায় নিত্যযাত্রীরা।