কলকাতা রাজ্য লিড নিউজ

অধ্যক্ষকে অসম্মান, বিধানসভায় সাসপেন্ড শুভেন্দু

বিধানসভার শীতকালীন অধিবেশন চলাকালীন মঙ্গলবার শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, স্পিকারের বিরুদ্ধে অসম্মানজনক আচরণের অভিযোগে বিরোধী দলনেতার বিরুদ্ধে সাসপেনশন মোশন আনেন তৃণমূল বিধায়ক তাপস রায়। সেই প্রস্তাবে সম্মত হন স্পিকার। পালটা বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে বিজেপি। এদিন প্রথম দফায় অধিবেশন থেকে ওয়াকআউট করেছিল বিজেপি।

এরপর সংবিধান বিয়ে আলোচনা শুরু হলে বিধানসভায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, “বিজেপি ছেড়ে যাঁরা অন্য দলে গিয়েছেন, তাঁরা বাইরে একরকম পরিচয় নিয়ে ঘুরে বেড়ান, আর বিধানসভার মধ্যে স্পিকার বলেন, ওঁরা বিজেপির বিধায়ক।” এরপরই স্পিকার বলেন, “আপনি এরকম বলতে পারেন না। আমি রেকর্ড থেকে আপনার এই কথা বাদ দিতে বলব।” এসব শুনেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন করেন, “কেন এ কথা বলা যাবে না?”

এটুকু বলে শুভেন্দু হাতের কাছে রাখা কাগজ ছিঁড়ে শূন্যে ছুড়ে দেন। তা দেখে স্পিকার বলেন, “এই আচরণ ঠিক নয়। বরদাস্ত করব না।”শুভেন্দু পাল্টা বলেন, “বেশ করেছি। আমরা বিজেপির সদস্যরা যেখানে স্পিকারের কাছ থেকে সংবিধানের প্রোটেকশন পাচ্ছি না, সেখানে সংবিধান দিবসে মিষ্টি মিষ্টি কথা শুনে লাভ নেই। আমরা ভিতরেও বলেছি, এই হাউজ সংবিধানের পরিপন্থী কাজ করছে।”