বিনোদন ব্রেকিং নিউজ

কেন্দ্রীয় বাহিনীকে অসম্মান! হাইকোর্টে মামলা অপর্না সেনের বিরুদ্ধে

কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে অসম্মানজনক মন্তব্য করায় এবারে অপর্না সেনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিনেত্রী তথা চিত্র পরিচালককে আইনি চিঠি পাঠিয়েছেন আইনজীবী পৃথ্বীশ দাস।

সম্প্রতি -সীমান্তে বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করা হয়েছে BSF-এর এক্তিয়া। এর প্রতিবাদে মুখ খোলেন অপর্ণা সেন। সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে ‘ধর্ষক’, ‘খুনী’ শব্দ প্রয়োগ করেন তাদের অপমান করেন অভিনেত্রী। কেন্দ্রীয় বাহিনীকে অসম্মান করায় সাত দিনের মধ্যে তাঁকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে দাবি জানিয়েছেন মামলাকারী।

অপর্না সেনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা অনুপম হাজরাও।যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত অভিনেত্রী তথা চিত্রপরিচালক অপর্ণা সেনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।