রাজ্য লিড নিউজ

তৃণমূলের প্রতি একরাশ অভিমান! দল ছাড়লেন তাপস রায়

তৃণমূলের প্রতি একরাশ অভিমান নিয়ে দল ছাড়লেন তাপস রায়। সোমবার বিধানসভায় পৌঁছে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে দিলেন ইস্তফা পত্র। পাশাপাশি দলের সমস্ত পদ থেকেও তিনি ইস্তফা দিয়েছেন বলে খবর। লোকসভা ভোটের আগে তাঁর এই দলত্যাগ নিঃসন্দেহে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

এদিন বিধানসভা যাওয়ার আগে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন দলের বিরুদ্ধে। এদিন তাপস রায় সাংবাদিকদের জানান, দলের দুর্নীতি এবং সন্দেশখালির ঘটনার পর থেকে মুখ দেখাতে পারছি না। শাহজাহানকে নিয়ে দল এবং শীর্ষ নেতৃত্ব প্রতিবাদ করলেও তাঁর সম্পর্কে একটি কথাও কেউ বলেননি।

প্রসঙ্গত, তৃণমূলের পুরনো সৈনিক তাপস রায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী। কংগ্রেস ছেড়ে তৃণমূল যোগদান। তারপর থেকে আর কোনওদিন দল বদল করেননি। অবশেষে ২৩ বছরের সম্পর্কে পড়ল ইতি!

তিনি আরও বলেন, “তৃণমূলে আমার প্রয়োজন ফুরিয়েছে। দলের একাধিক বিষয়ে আমি আহত হয়েছি, কষ্ট পেয়েছি। সন্দেশখালি থেকে শুরু করে একাধিক দুর্নীতি – নানা বিষয়ে আমার খারাপ লেগেছে। আর যাই হোক, এই দলে থাকা যায় না। তাই আমি বিধায়ক পদ এবং দলের সব পদ থেকে ইস্তফা দিলাম।”

একইসাথে সাংবাদিকদের তাপস জানান, “৫২ দিন হয়ে গেল। ইডি অভিযানে বিধ্বস্ত আমি ও আমার পরিবার। ভেবেছিলাম মুখ্যমন্ত্রী দাঁড়াবেন। অন্য কারোর বাড়িতে গেলে ইডি কৌটো নাড়ালে বলেন। আমারও স্ত্রী-পুত্র রয়েছে। এগুলো হৃদয়কে নাড়াচাড়া করে।”