দেশ ব্রেকিং নিউজ

বন্ধ হচ্ছে জনসন বেবি পাউডার

বন্ধ হতে চলেছে জনসন অ্যান্ড জনসন কোম্পানির বেবি পাউডার। প্রায় দু’বছর আগেই আমেরিকা ও কানাডায় নিষিদ্ধ হয়েছে এই পাউডার। এবার বিশ্ব বাজার থেকেও ব্যবসা গুটিয়ে নিচ্ছে জনসনের এই প্রোডাক্ট। জানা গিয়েছে, ২০২৩ সাল থেকে আর বেবি পাউডার বিক্রি করবে না তারা।

বিগত কয়েক বছর ধরেই একাধিক মামলা চলছে এই বেবি পাউডার বিক্রি নিয়ে। অভিযোগ, ‘জনসন অ্যান্ড জনসন’-এর বেবি পাউডারে মেশানো হয় বিষাক্ত খনিজ, ক্ষতিকর অ্যাসবেস্টসের গুঁড়ো। ইতিমধ্যে সে নমুনাও পাওয়া গিয়েছে নানান গবেষণাগারে। যা শিশু শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এই অ্যাসবেস্টসের গুঁড়ো শরীরের ভিতরে কোনওভাবে সংস্পর্শে এলে ক্যানসার পর্যন্ত হতে পারে। কার্যত সেই কারণেই আমেরিকা ও কানাডা আগেই নিষিদ্ধি করেছিল এই পাউডার। সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানিয়েছে জনসন কর্তৃপক্ষ।

তিন বছর আগে আমেরিকার ৩৫ হাজার মহিলার জরায়ুর ক্যানসারের কারণ হিসেবে এই পাউডারের নাম উঠে এসেছিল। সূত্রের খবর, ১৯৭১ সাল থেকেই বেবি পাউডারে অ্যাসবেস্টস থাকার কথা জানত জনসন অ্যান্ড জনসন। তারপরই ওই সংস্থার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। এমনকী আমেরিকার এক আদালত ওই সংস্থাকে ১৫ হাজার কোটি টাকার জরিমানার সাজাও দিয়েছিল। তারপর থেকেই ২০২০ সালে এই পণ্য আমেরিকায় বন্ধ হয়ে যায়।