শিয়রে বর্ষা। যেকোন সময় তা ভয়াবহ রূপ নিতেই পারে। তাই আগেভাগেই বিপর্যয় মোকাবিলার জন্য কেন্দ্র-রাজ্য বিপর্যয় মোকাবিলা দলের যৌথ মহড়া শুরু হল।
আমফান, ইয়াসের কথা মাথায় রেখে বড় বিপর্যয়ের আগে কোমর বেঁধে নেমেছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দল। মহড়া শুরু হয়েছে উত্তর ২৪ পরগনার বসিরহাট সীমান্ত থেকে সুন্দরবনের বিভিন্ন এলাকায়। এর আগে সাইক্লোনের কবলে সুন্দরবনের সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ সহ ৬ টি ব্লক বড় বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। কখনো আয়লা, আবার কখনো আমফান, কখনো ইয়াশে ক্ষতিগ্রস্ত হয়েছে সংশ্লিষ্ট অঞ্চলগুলি। নদীর বাঁধ থেকে শুরু করে কৃষিজ ফসল, রাস্তা মেছোভেড়ি, ইঁটভাটা সহ জনজীবন বারবার আঘাত এসেছে। সুন্দরবনের বাস্তু তন্ত্রের উপর বারংবার আঘাত হেনে আসায় অসুরক্ষিত হয়ে পড়েছে জঙ্গলের বন্যপ্রাণীরা। দুর্যোগের ফলে যেমন নদী চরিত্র পাল্টাচ্ছে, তেমন পাল্টাচ্ছে সুন্দরবনের মানচিত্র।
তাই বড় বিপর্যয় রুখতে এবার বর্ষার প্রাক্কালে শুরু হয়েছে বিপর্যয় মোকাবেলা দলের মহড়া। এদিন স্বরূপনগর একটি কমিউনিটি হলে জাতীয় বিপর্যয় মোকাবেলা দলের সেকেন্ড ব্যাটেলিয়ান এর কমান্ডার সন্দীপ কাঠিয়াল, রাজ্য বিপর্যয় মোকাবেলা দলের আধিকারিক প্রান্ত্রিক হালদার, স্থানীয় জনপ্রতিনিধি রমেন সর্দার সহ প্রশাসনিক আধিকারিকের নেতৃত্বে ব্লক প্রশাসন থেকে পঞ্চায়েত প্রধান, স্থানীয় বাসিন্দাদের নিয়ে এদিন মহড়ার ব্যবস্থা করা হয়।