আবহাওয়া কলকাতা ব্রেকিং নিউজ রাজ্য

আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের পূর্বাভাস

আজ, মঙ্গলবার বিকেলের পর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিল হাওয়া অফিস। সেইসঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।

আলিপুর আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টার শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মূলত মেঘলা থাকতে পারে। একাধিক জেলায় রয়েছে কমলা সতর্কতাও।

ইতিমধ্যেই কেরালাতে বর্ষা প্রবেশ করেছে। বঙ্গেও নির্ধারিত সময়ে বর্ষা প্রবেশ করতে পারে বলে মনে করছেন আবহবিদরা। ভ্যাপসা গরম কাটিয়ে বৃষ্টি হলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কমবে। মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে, বাতাসে জলীয় বাষ্প থাকায় গরম আরও বাড়বে। একইসঙ্গে উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।

আগামী সাত দিন উত্তরবঙ্গের প্রতিটি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস বলছে, বঙ্গে ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা। মঙ্গলবার থেকে উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও নদিয়াতে ঝড়-বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আপাতত গরম কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে। দিনভর শহর কলকাতায় ভ্যাপসা গরম থাকবে। তবে, বৃষ্টির পূর্বাভাস থাকায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে।