ব্রেকিং নিউজ রাজ্য

‘উধাও’ মন্ত্রী পরেশ অধিকারী!

ভ্যানিস শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার রাত আটটার মধ্যে মন্ত্রী পরেশ অধিকারীকে ই–মেল পাঠিয়ে হাজির হওয়ার কথা বলে সিবিআই। মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর এসএসসি চাকরিতে বড়সড় ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছে হাইকোর্ট! কী ভাবে আচমকা প্রার্থী তালিকায় উঠে এল তাঁর নাম? কী ভাবেই বা মেখলিগঞ্জের স্কুলে শিক্ষিকার চাকরি পেলেন তিনি, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

জানা গেছে, মেয়ে অঙ্কিতাকে নিয়ে পদাতিক এক্সপ্রেসে শিয়ালদহ স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েও মাঝপথ থেকে ‘উধাও’ হয়ে গেছেন তিনি! বুধবার সকালে শিয়ালদহ না নেমে কি অন্য কোথাও নামলেন? মঙ্গলবার কলকাতা হাইকোর্টের নির্দেশ পেয়ে মন্ত্রীকে ফোন করেন সিবিআইয়ের আধিকারিকরা। তিনবার ফোন করে সুইচড অফ পাওয়ায় যোগাযোগ করতে পারেননি তাঁরা। ফলে পৌনে আটটা নাগাদ মন্ত্রীকে ই–মেলে নির্দেশ দেওয়া হয় যে রাত আটটার মধ্যে হাজির হতে হবে তাঁকে। যদিও মন্ত্রীর তরফে কোনওরকম উত্তর বা  ই–মেলে অসুবিধার কথা জানানো হয়নি।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, তিনি হয়তো বর্ধমান স্টেশনে নেমে পড়েন। সড়কপথে আসতে পারেন। কিন্তু বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। উচ্চমাধ্যমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় নাম জড়ায় শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর।

এসএসসি নিয়োগের মেধা তালিকায় নামই ছিল না পরেশ কন্যা অঙ্কিতা অধিকারীর। তফশিলি জাতির প্রার্থী তালিকায় প্রথম নাম ছিল ববিতা বর্মনের। অদ্ভূত ভাবে ওই তালিকায় প্রথম স্থানে উঠে আসে অঙ্কিতা অধিকারীর নাম। ববিতা চলে যায় দ্বিতীয় স্থানে। ববিতার চেয়ে কম নম্বর পেয়ে কী ভাবে প্রথমস্থানে অঙ্কিতার নাম উঠে এল তা নিয়েই মামলা হয় হাইকোর্টে।