ফের বলিউডে নক্ষত্রপতন। ‘প্যায়ার তুনে ক্যায়া কিয়া’ এবং ‘রোড’ সিনেমার মতো বলিউড ছবির পরিচালক রজত মুখোপাধ্যায় মারা গেলেন রবিবার। জয়পুরে তাঁর মৃত্যুর পরে অভিনেতা মনোজ বাজপেয়ী, পরিচালক অনুভব সিনহা এবং চলচ্চিত্র নির্মাতা হানসল মেহতা–সহ চলচ্চিত্র ব্যক্তিত্বরা টুইটারে তাঁকে শ্রদ্ধা জানান। ২০০২ সালে ‘রোড’ ছবিতে রজতের সঙ্গে কাজ করেছিলেন মনোজ। লিখেছেন, ‘আমার বন্ধু এবং রোডের পরিচালক, রজত মুখার্জি অসুস্থতার সঙ্গে দীর্ঘ লড়াই করার পরে আজ ভোরের দিকে জয়পুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন! শান্তিতে থাকুন, রজত! আমি এখনও বিশ্বাস করতে পারছি না, তাঁর সঙ্গে আর দেখা হবে না। তাঁর সঙ্গে আর কাজ করতে পারব না।’
অনুভব টুইটারে লেখেন, পরিচালক রজত মুখোপাধ্যায় জয়পুরে কয়েক মাস ধরে একাধিক রোগের সঙ্গে লড়াই করছিলেন। যেখানেই থাকুন, ভালো থাকুন। হানসল লিখেছেন, এই সবেমাত্র প্রিয় বন্ধুর প্রয়াণের খবর পেলাম। শুরুর দিকের লড়াইয়ের সময় থেকেই আমরা একে অপরের বন্ধু ছিলাম।
উল্লেখ্য, রজত ২০০১ সালে ঊর্মিলা মাতণ্ডকর, ফারদিন খান, সোনালি কুলকার্নি এবং রাজপাল যাদবদের নিয়ে তৈরি করেন ‘প্যায়ার তুনে ক্যায়া কিয়া’। ২০০২ সালে রামগোপাল ভার্মার প্রযোজনায় ‘রোড’ ছবির পরিচালক ছিলেন তিনিই। ওই ছবিতে ছিলেন মনোজ বাজপেয়ী, বিবেক ওবেরয় এবং অন্তরা মালি। ২০০৪ সালে সোনু মিগম, রাজপাল যাদব এবং ফ্লোরা সাইনিদের নিয়ে পরিচালনা করেন আরও একটি ছবি ‘লাভ ইন নেপাল’।
