রাজ্য

স্বাস্থ্যভবনের সর্বোচ্চ কর্তা করোনায় আক্রান্ত

করোনা আক্রান্ত হলেন স্বাস্থ্য ভবনের এক কর্তা। করোনাভাইরাসে আক্রান্ত হলেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী ও তাঁর স্ত্রী। তাঁর স্ত্রীরও করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। স্বাস্থ্যভবন সূত্রে খবর, শরীরে ভালো ছিল না অজয় চক্রবর্তীর। শরীরে একটা অস্বস্তি অনুভব করছিলেন। এরপরই তিনি র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করেন। এদিন সেই রিপোর্ট আসে। রিপোর্ট আসতেই দেখা যায় কোভিড পজিটিভ অজয় চক্রবর্তী।
তবে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তাঁরা। যদিও স্ত্রীকে বাঙ্গুর হাসপাতালে ভর্তি করেছেন তিনি। করোনা উপসর্গ থাকায় টেস্ট করান। তারপরেই দু’‌জনের রিপোর্টই পজিটিভ আসে। দ্বিতীয়বারও করোনা পরীক্ষার জন্য পাঠিয়েছেন তিনি।
অজয় চক্রবর্তীর করোনা আক্রান্ত হওয়ার খবরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে স্বাস্থ্যভবনে। এদিন স্বাস্থ্য ভবনে আসেননি তিনি। গত কয়েকদিনে যাঁরা যাঁরা রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার সংস্পর্শে এসেছেন, প্রত্যেককে করোনা পরীক্ষা করাতে নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৪০ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। রাজ্যের স্বাস্থ্য অধিকার্তা আক্রান্ত হওয়ায় স্বাস্থ্যভবনের মধ্যে সংক্রমণের ঝুঁকি আরও বাড়ল।
রাজ্য স্বাস্থ্যভবনের রিপোর্ট অনুযায়ী, বাংলায় একদিনে ৬৩ জনের মৃত্যু হয়েছে। সুতরাং রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৪৩৯ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩,৫২৬ জন। সংক্রমণে রাজ্যে এটাই একদিনে সর্বোচ্চ রেকর্ড। উৎসবের মরশুমের আগে যেভাবে রাস্তায় ভিড় বাড়ছে তাতে উদ্বেগে রয়েছে স্বাস্থ্য দপ্তর। করোনা সংক্রমণ নতুন করে বাড়তে শুরু করছে রাজ্যে। পুজোর সময় এই সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।