দেশ লিড নিউজ

‘‌এই দিনটার অপেক্ষাতেই ছিলাম’‌

তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার ঠিক পরের দিন বিজেপিতে যোগ দিলেন দীনেশ ত্রিবেদী। যিনি রাজ্যসভার অধিবেশন চলাকালীন নাটকীয়ভাবে তৃণমূল কংগ্রেস ছাড়ার কথা জানিয়েছিলেন। আজ শনিবার বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী। দিল্লিতে বিজেপির সদর দপ্তরে পৌঁছে যান দীনেশ। সেখানেই আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দিলেন তিনি। দিল্লিতে জেপি নাড্ডার হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দিলেন সেই দীনেশ ত্রিবেদী। তাও একেবারে ভোটের মুখে।
বিজেপিতে যোগ দেওয়ার পর তিনি জানান, ‘‌এটা একটা সোনালি মুহূর্ত। আমি এই দিনের অপেক্ষায় ছিলাম। ভারতীয় জনতা পার্টি একটি পরিবার। আজ আমি সত্যি জনতার পরিবারে শামিল হলাম। তৃণমূলে এখন শুধু একটি পারিবারের সেবা হয়। যে আদর্শ দলের ছিল তা আর নেই। দল এখন একজন কনসাল্টেন্টের হাতে চলে গিয়েছে। মানুষের সেবা করতেই বিজেপিতে যোগদান করলাম। বিজেপির হাতে দেশ সুরক্ষিত থাকবে।’‌
জানা গিয়েছে, দু’‌মাস আগেই দীনেশ নিজেই নাড্ডার সঙ্গে দেখা করেন এবং বিজেপিতে যোগদানের ইচ্ছে প্রকাশ করেন। তাঁকে স্বাগত জানিয়ে নাড্ডা বলেন, ‘‌এতদিন সঠিক ব্যক্তি ভুল দলে ছিলেন। এবার তিনি সঠিক দলে এলেন।’‌ উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ব্যারাকপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে লড়ে বিজেপি প্রাপ্থী অর্জুন সিংয়ের কাছে হেরে যান দীনেশ। পরে তাঁকে রাজ্যসভায় পাঠান তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আচমকা রাজ্যসভায় দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করেন দীনেশ। অতীতে তিনি তৃণমূলের লোকসভার সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন।
তৃণমূল এখন যেভাবে চলছে তাতে সেখানে কাজ করা সম্ভব নয় বলে জানান দীনেশ ত্রিবেদী। তিনি আরও জানান, একটা কনসাল্টেন্টকে ৪০০–৫০০ কোটি টাকা দিচ্ছে আর বলছে আমার পার্টি গরিব পার্টি। একজনকে নিয়ে পার্টি চলে না। মানুষের জন্য কিছু হয়নি। বাংলা এখন চায় আসল পরিবর্তন। আসল পরিবর্তন হবে বিজেপি এলে। ১২ ফেব্রুয়ারি রাজ্যসভায় দীনেশ বলেন, ‘‌প্রধানমন্ত্রী বলেছেন, ১৩০ কোটি মানুষের নেতৃত্বেই ভারত এগিয়ে যাবে। কিন্তু যে ধরনের হিংসা চলছে, গণতন্ত্রের উপর হামলা চলছে, তাতে এখানে বসে বসে সে সব দেখতে আমার অবাক লাগছে। আমি কী করব? একটা দলে আছি বলে কি গণ্ডির মধ্যেই থাকতে হবে। ফলে কিছু করতে না পেরে অস্বস্তি লাগছে। আমার অন্তরাত্মার ডাকেই পদত্যাগ করছি। আমার আত্মা বলছে, এখানে বসে শুধু চুপচাপ থাকার থেকে পদত্যাগ করো।‌’‌ ইতিমধ্যেই বিজেপি রাজ্যের দু’‌ দফার প্রার্থীতালিকা তৈরি করে ফেলেছে। এখন দেখার পরবর্তি তালিকায় দীনেশের নাম থাকে কিনা। তবে জে পি নাড্ডা বলেন, এবার বিধানসভা নির্বাচনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে দীনেশের।