ব্রেকিং নিউজ রাজ্য

সকালের উড়ানে দিল্লি গেলেন দিলীপ ঘোষ

আজ সকালের বিমানে দিল্লি উড়ে গেলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। এদিন জয়প্রকাশ মজুমদারের তৃণমূলে যাওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “কিছু পেশাদার লোক থাকেন। তারা যখন যেমন তখন তেমন। এর আগে উনি কংগ্রেস করতেন। পরের দিন বিজেপির হয়ে মিডিয়ায় বসলেন। আগে বলা হতো আয়ারাম-গয়ারাম। ফুটবল ক্লাব চেঞ্জ করার মতো। কিছু লোক আসবে যাবে। এতে কিছু যায় আসে না।”

যদিও জয়প্রকাশ মজুমদার বলেন, “এই মুহূর্তে বিজেপি আইসিইউতে আছে।” এপ্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য, “দল আমরা দাঁড় করিয়েছি। পার্টি এখন গাড্ডায় পড়েছে। আমরা আবার সেটা নিয়ে বসব।”

অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে ব্যারিকেড সরানো প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “অভিষেক এতদিন ব্যারিকেড সরাননি কেন? হঠাৎ করে মনে হল মানুষের অসুবিধা হচ্ছে? একজনের জন্য রাস্তা বন্ধ করে রাখা হয়েছিল। আমাদের প্রচারের জন্য ঢুকতে দেওয়া হয়নি। নিষিদ্ধ এবং বর্জিত এলাকা করে রাখা হয়েছিল। উনি থাকেন বলে রাস্তা দিয়ে অন্য কেউ যাবে না? আমরা দিল্লী যাই। প্রধানমন্ত্রীর বাড়ির সামনেও এভাবে রাস্তা আটকানো থাকেনা। এভাবে নিজেকে উঁচুতে থাকব এটা হয়না। যদি ভুল হয়ে থাকে, উনি মানুষের কাছে ক্ষমা চেয়ে নিন।”

পাশাপাশি তৃণমূলের এক ব্যক্তি এক পদ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এক ব্যক্তি এক পদ তৃণমূল কংগ্রেসে সম্ভব নয়। আমরা করি বলে ওরাও লোক দেখানো করেছিল। উনি চার পাঁচ জন লোকের বেশি কাউকে বিশ্বাস করেন না। বেশী লোক কন্ট্রোল করা মুশকিল। কারণ পার্টিটা পারিবারিক পার্টি।

এদিকে জয়প্রকাশকে নিয়ে বেশ ফাঁপরে বিজেপির অনেকেই। কারণ তারাও শেষ মুহুর্তে জানতেন না জয়প্রকাশ দল বদল করছেন। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, বিক্ষুব্ধরাই ঠিক করুন তারা কি করবেন। পার্টিকে বিশ্বাস করবেন নাকি কোনো ব্যক্তিকে।