রাজ্য

অনুব্রত নিয়ে ভাববেন দিলীপ

শুভেন্দু অধিকারী দোর্দণ্ডপ্রতাপ নেতা হয়েও বিজেপিতে যোগ দিয়েছেন। এবার কী বীরভূমের অনুব্রত মণ্ডল? রাজ্য–রাজনীতির অলিন্দে এই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। কারণ‌ বিধানসভা নির্বাচনের আগে ঘনঘন বাংলায় আসবেন অমিত শাহ–জেপি নাড্ডা। সকালে নিউটাউনে ইকোপার্কে প্রাতঃভ্রমণ সেরে এমন দাবিই করলেন দিলীপ ঘোষ। মেদিনীপুরের পর আজ বোলপুর গন্তব্য শাহের। দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়, বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি যোগ দিতে চাইলে কি করবেন? বিজেপি’‌র রাজ্য সভাপতির মন্তব্য, ‘‌উনি কাউকে বলে থাকলে ভেবে দেখব।’‌ সুতরাং কেষ্ট নিতে অসুবিধা নেই বলেই মত দিলীপের।
নিউটাউনের হোটেলে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই বৈঠকে দলের রণনীতি নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। জানুয়ারি মাসে তিনদিন করে বাংলায় আসবেন জেপি নাড্ডা ও অমিত শাহ। তা নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‌কাজের পর্যালোচনা করা হয়েছে। বিভিন্ন মন্ত্রী, পর্যবেক্ষকরা এখানের নির্বাচনের প্রস্তুতি দেখছেন। সেই কাজ কতদূর এগিয়েছে, তা নিয়ে কথা হয়েছে। বৈঠকে তেমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি।’‌
আজ বোলপুরে তৃণমূলের দুই বিধায়ক বিজেপিতে যোগ দেবেন? দিলীপের জবাব, ‘‌আমার জানা নেই। কেউ চলে আসতেও পারেন। অনেকেই যোগাযোগ করছেন। আগামী দিনে আরও বাড়বে। আপনারা ধীরে ধীরে দেখতে পারবেন।’‌ সূত্রের খবর, দুই বিধায়ককে কবজা করতে পারেনি বিজেপি। তাই কথাটা চাউর হয়ে গেলেও এখন জানা নেই বলে মন্তব্য করছেন বিজেপি’‌র রাজ্য সভাপতি।