রাজ্য

‘‌মানুষকে মু্ক্তি দেবে বিজেপি’‌

টিকাকরণের প্রথম দিনের মুখ্যমন্ত্রীর নিশানায় ছিল কেন্দ্র। এবার পাল্টা আক্রমণ বিজেপি’‌র রাজ্য সভাপতির। তিনি অভিযোগ করেন, ‘‌লাইনে দাড়িয়ে পঞ্চায়েত প্রধান, বিধায়করা ভ্যাকসিন নিলে স্বাস্থ্যকর্মীরা কীভাবে পাবেন।’‌ রবিবার চৌরঙ্গির চা–চক্র থেকে ভ্যাকসিন ইস্যুতে মমতাকে কটাক্ষ দিলীপ ঘোষের। একইসঙ্গে শিক্ষা, চাকরি, নারী নিরাপত্তা–সহ একাধিক ক্ষেত্রে তৃণমূল সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আর বলেন, ‘‌একমাত্র বিজেপি সরকারই পারবে এই অপশাসন থেকে মুক্তি দিতে পারে।’‌
বিধায়কদের পাশাপাশি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, তৃণমূল নেতারা এতদিন কাটমানি নিত, টাকা নিত, এখন ভ্যাকসিন নিয়ে নিচ্ছে। দিদি কেন্দ্রীয় মন্ত্রীদের বহিরাগত বলছে, বাড়িতে বউ এনেছে পাঞ্জাব থেকে। সারা দেশে পরিবর্তন হয়েছে। এখানেও পরিবর্তন হবে। ওই পার্টিতে কেউ থাকতে চায়। সবাই বিজেপিতে আসতে চায়। এই বছর শান্তিপূর্ণ ভোট হবে। কারও হিম্মত নেই ভোটারদের ওপর হাত তোলে। দিদিকে বাড়ি পাঠাব।
রবিবার সকালে ধর্মতলা থেকে তৃণমূল কংগ্রেস সরকারকে তুলোধনা করেন তিনি। সোনার বাংলা তৈরির শপথ নিয়ে বলেন, ‘‌এই বাংলা আমরা চাই না। যেখানে আইন নেই। যেখানে শাসন নেই। পুলিশের কোনও ভূমিকাই নেই। চাকরিও নেই। সুরক্ষিত নন মা–বোনেরা। তাই আমরা সোনার বাংলা গড়ব। যেখানে আইন থাকবে, চাকরি থাকবে। প্রত্যেকে সুরক্ষিত থাকবেন।’‌
একুশের নির্বাচন প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে এদিন দিলীপ ঘোষ বলেন, ‘‌মুখ্যমন্ত্রী বুঝে গিয়েছেন যে তৃণমূলের দিন শেষ। তাই এখন সিপিএম–কংগ্রেসের সঙ্গে মিলে বিজেপিকে ঠেকানোর চেষ্টা করছে। কিন্তু তাতে কোনও লাভ হবে না। সকলের বিরুদ্ধে একাই লড়তে প্রস্তুত বিজেপি। গোটা বাংলা অপশাসনের বিরুদ্ধে ফুঁসছে। প্রত্যেকেই মুক্তি খুঁজছেন। আর বাংলার এত বিজেপি কর্মীর আত্মবলিদান বৃথা যাবে না।’‌