মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত। অডিও টেপ ইস্যুতে ফের মমতাকে বিঁধলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মেদিনীপুরের সাংসদ বলেন, ‘ওঁর অহংকার চূর্ণ হয়ে গিয়েছে। অনুনয় বিনয় করে বিভিন্ন লোককে ফোন করছেন। উনি ব্যাকফুটে চলে গেছেন।’ রবিবার অমিত শাহও বলেছেন, ‘প্রথম দফায় ৩০ আসনের মধ্যে ২৬টিতেই জিতবে বিজেপি’।
উল্লেখ্য, বিজেপি জেলা কমিটির সহ–সভাপতি প্রলয় পালকে ফোন করেন মমতা। সেই কথোপকথনের রেকর্ড ভাইরাল হয়ে যায়। পরে তা মেনেও নেয় তৃণমূল কংগ্রেস। এই প্রসঙ্গে রবিবার অমিত শাহ বলেছিলেন, রাজ্যে পরিবর্তন হবেই। ফোন করে আর কিছু হবে না। পাশপাশি, মুকুল রায় ও শিশির বাজোরিয়ার অডিও টেপ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফোন ট্যাপিং গণতন্ত্রের বিরোধী। দু’জন নেতার ফোন ট্যাপ কে করল?
বাংলায় প্রথম দফার ভোটগ্রহণের দিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও টেপ ভাইরাল হয়ে যায়। বিজেপি জেলা কমিটির সহ–সভাপতি প্রলয় পালকে ফোন করেন মমতা। ওই অডিও টেপে মহিলা কণ্ঠ (যা মমতা বন্দ্যোপাধ্যায়ের বলে দাবি) বলছেন, ‘তুমি ইয়ং ছেলে। আমাদেরও একটু সাহায্য করো।’ জবাবে প্রলয় পাল পুরনো প্রসঙ্গ টেনে বেশ কিছু কথা বলার পর বলেন, ‘কিছু মনে করবেন না দিদি। আমাকে মাফ করবেন।’ (এই অডিও ফাইলের সত্যতা যাচাই করেনি নিউজ এক্সপ্রেস ২৪/৭)।
