রাজ্য

দিলীপ ঘোষের চিঠি স্বরাষ্ট্রমন্ত্রীকে

বিজেপি’‌র সর্বভারতীয় সভাপতি কলকাতা এসে কালো পতাকা দেখেছিলেন। সেই ইস্যুকে কেন্দ্র করে জেপি নাড্ডার নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখলেন বিজেপি’‌র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পর্যাপ্ত নিরাপত্তার না থাকার অভিযোগ তুলেছেন দিলীপ ঘোষ। আর এই চিঠি নিয়ে জোর শোরগোল পড়ে গিয়েছে রাজ্য–রাজনীতিতে।
বিজেপি’‌র সর্বভারতীয় সভাপতি নাড্ডা দু’‌দিনের বাংলা সফরে প্রথমদিন ছিল হেস্টিংসের নয়া অফিস উদ্বোধনের। সেখানে তাঁকে কালো পতাকা দেখানো হল। তাও পুলিশ আটকাতে পারল না। নাড্ডার একাধিক কর্মসূচির সময় পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তা দেয়নি। বরং উদাসীনতা দেখিয়েছেন বলে উল্লেখ করলেন বিজেপি’‌র রাজ্য সভাপতি। রাজ্য পুলিশের গা ছাড়া মনোভাবের অভিযোগ করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে।
দিলীপের আরও অভিযোগ, বৃহস্পতিবার সকালে হেস্টিংসে ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যালয়ের সামনে হাতে লাঠি নিয়ে ২০০ বেশি জনতা জড়ো হয়েছিল। কালো পতাকা দেখানো হয়েছে। রাজ্যের পুলিশ তাদেরও বাধা দেয়নি। এমনকী অভিযোগ নাড্ডার গাড়ির কাছেও পৌঁছে গিয়েছিল মারমুখী জনতা।