জেলা

জরুরি তলব দিলীপ–মুকুলকে

দিল্লি থেকে জরুরি তলব দুই বিজেপি শীর্ষ নেতাকে। তাই শুক্রবারই দিল্লি গেলেন বিজেপি’‌র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং মুকুল রায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আসন্ন রাজ্য সফর এবং সাংগঠনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে খবর। সূত্রের খবর, আজ কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, দিলীপ ঘোষের সঙ্গে বৈঠকে বসবেন অমিত শাহ কিংবা জেপি নাড্ডা। এই বৈঠকে একুশের নির্বাচনে দলের রণকৌশল ও সাংগঠনিক বিষয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও খবর।
প্রতি মাসে পালা করে বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি’‌র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রোড–শো থেকে জনসভা, দলের অন্দরে দফায় দফায় বৈঠক, কিছুই বাকি নেই। তারপরও আবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দিল্লিতে ডেকে পাঠানো হচ্ছে রাজ্যের নেতাদের। জরুরি তলব করা হয়েছে রাজ্যের দুই শীর্ষ নেতাকে।
উল্লেখ্য, আগামী ৩০ তারিখে অমিত শাহ ঠাকুরনগরে জনসভা করবেন। সিএএ ইস্যুকে হাতিয়ার করে মতুয়াদের কাছে টানার চেষ্টা করছে গেরুয়া শিবির। সেখানে ঠাকুরনগরের বৈঠক থেকে অমিত শাহ কি বার্তা দেন সে দিকেই নজর রাজনৈতিক মহলের। বিজেপি সূত্রে খবর, দিল্লির বৈঠকে উপস্থিত থাকবেন বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, বিজেপির সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক শিবপ্রকাশ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষও।