ব্রেকিং নিউজ রাজ্য

Dilip Ghosh: গো-ব্যাক স্লোগানের মুখে দিলীপ ঘোষ

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদা বাজারে শুক্রবার সাত সকালে মর্নিং ওয়ারকে বেরিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। দুদিনের বিভিন্ন কর্মসূচিতে বেরিয়ে রাত্রে বেলদা এলাকাতে কর্মীদের বাড়িতেই ছিলেন। সকালে মর্নিং ওয়ার্কে বের হতেই তার পিছু নেয় স্থানীয় তৃণমূলের কর্মীরা। মর্নিং ওয়ার্ক সহ চা চক্র সবেতেই শুনতে হল গো ব্যাক স্লোগান। সামাল দিতে ছুটে এলো বিশাল পুলিশ বাহিনী।

দুদিনের বিভিন্ন কর্মসূচি নিয়ে পশ্চিম মেদিনীপুরে হাজির হয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। প্রথম দিন খড়গপুর পরে কেশিয়াড়ি এলাকাতে বিজয়া সম্মেলনী করেছেন তিনি। এরপর বৃহস্পতিবার রাতে বেলদা এলাকায় দলীয় কর্মীর বাড়িতে ছিলেন। সকালে বেলদা বাজার সংলগ্ন এলাকায় মর্নিংওয়াকে বের হন দলীয় কর্মী ও নিরাপত্তা কর্মীদের সঙ্গে। কিন্তু বের হওয়ার সাথে সাথেই তার পিছু ধাওয়া করে তৃণমূলের স্থানীয় কর্মীরা। ১০০ দিনের কাজের টাকা দাও, সহ বিভিন্ন রকম দুর্নীতি উল্লেখ করে তাকে গো ব্যাক স্লোগান দিতে থাকে তৃণমূলের কর্মীরা।

এই উত্তেজনা পূর্ণ মুহূর্তেও দমেননি দিলীপ ঘোষ। সেখানে বসেই হুঁশিয়ারি দিতে থাকেন তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে। তিনি বলেন-“জীবনে হয়তো সকালে ওঠেনা, সকলকেই আজ পেছনে পেছনে ছুটিয়েছি। এদের রাজনীতিটা এরকমই, কুকুরের মত চেঁচাবে। সবকটা দুর্নীতিগ্রস্তকে জেলে পাঠাবো। প্রয়োজনে জেলকে বৃদ্ধাবাস বানিয়ে তুলব। ১০০ দিনের প্রকল্পের যে টাকা নিয়েছিল ওরা ইতিপূর্বে তার হিসেবটা দিক, তারপর সব টাকা পাবে ওরা। ”

তবে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয় বেলদা থানার পুলিশকে। তবে শেষ পর্যন্ত সামাল দিতে সক্ষম হয়েছে তারা।