জেলা

তৃণমূলকে কড়া হুঁশিয়ারি দিলীপের

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাক–তরজায় জড়াচ্ছে শাসক–বিরোধী উভয়পক্ষ। তীব্র আক্রমণ বাড়ছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কথাতেও। ভাঙড়ের বামনঘাটা চা–চক্রে একাধিক ইস্যুতে রাজ্যকে বিঁধলেন বিজেপি রাজ্য সভাপতি।
শনিবার সকালে শব্দ বোমায় দফায় দফায় তৃণমূলকে আক্রমণ করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘‌যেদিন সত্যি মারতে শুরু করব, ব্যান্ডেজ বাধার জায়গা পাবে না।’‌ বৃহস্পতিবার রাত থেকে দফায় দফায় চলা কোচবিহারের হিংসা নিয়েও তোপ দাগেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘‌তৃণমূলের হারার সম্ভাবনা যত বাড়ছে তত হিংস্র হচ্ছে। আরও খুন বাড়বে। পুলিশকে পুরো নপুংসক বানিয়ে রাখা হয়েছে।’‌
উল্লেখ্য, শুক্রবারই অনুব্রত মণ্ডল কেতুগ্রামের সভা থেকে বিজেপি রাজ্য সভাপতিকে কড়া ভাষায় বিঁধেছিলেন। তিনি বলেন, ‘‌দিলীপ ঘোষ এখানে এসে মেরে দেব, কেটে দেব বলছে। মানুষ এসব বরদাস্ত করবে না। তারাই প্যান্ট খুলে বাড়ি পাঠিয়ে দেবে।’‌ তারই আক্রমণের পালটা হুঁশিয়ারি দিলীপ ঘোষ দিলেন বলেই মনে করছেন অনেকে।
এদিন অমর্ত্য সেন নিয়ে মন্তব্য করেন দিলীপ ঘোষের। বিজেপি’‌র কারও সার্টিফিকেট লাগবে না। উনি যাঁদের হয়ে ব্যাটিং করছেন সেটাই করুন। অমর্ত্য সেন একজন অসফল মুখ্যমন্ত্রীর কথায় প্রভাবিত হলে সেটা দুর্ভাগ্যের। এদিন এমনটাই বললেন দিলীপ ঘোষ।