পাহাড় যদি ছাড় পায় তাহলে সৈকত নয় কেন? এই প্রশ্ন জনমানসে দেখা দিয়েছিল মুখ্যমন্ত্রী ১ জুলাই থেকে পর্যটকদের জন্য দার্জিলিং খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে। এবার ওই দিন খুলে যাবে সমুদ্র সৈকত দিঘাও। শনিবার ওল্ড আর নিউ দিঘার সব হোটেল ১ জুলাই খুলে দেওয়া হবে বলে জানিয়েছে হোটেল মালিকদের সংগঠন। ফলে এখানেও পর্যটকদের ভিড় বাড়বে।
হোটেল খোলার পাশাপাশি ওই দিন থেকে দিঘায় সমুদ্র স্নানের উপরে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে প্রশাসন। আর অমরাবতী পার্ক, বিজ্ঞান কেন্দ্রগুলির মতো দর্শনীয় স্থানগুলি খোলার নির্দেশ দিয়েছে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ (ডিএসডিএ)। তবে পিকনিক করার ওপরে এখনও নিষেধাজ্ঞা জারি রেখেছে প্রশাসন। কিন্তু এখান থেকে করোনা সংক্রমণ ছড়াতে পারে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, গত ৮ জুন থেকে রাজ্য সরকারের নির্দেশ মেনে দিঘায় অল্প সংখ্যক হোটেল খোলা হয়েছিল। কিন্তু পর্যটকদের আশার প্রতিবাদ করেছিলেন স্থানীয় মহিলারা। তখন থেকে দিঘায় টুকটাক কিছু পর্যটক গেলেও আগের ছন্দে ফিরছিল না সৈকত–নগরী। তারপর দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ বৈঠক করে। সেখানে স্থির হয়, পর্যটকদের হোটেলের ঢোকা এবং বেরোনোর আগে নিয়মিত গাড়ি এবং জিনিসপত্র জীবাণুমুক্ত করতে হবে। প্রত্যেকটি হোটেলে পরিবর্তন পদ্ধতিতে অর্ধেক ঘর পর্যটকদের ব্যবহার করতে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পারিবারিক ভ্রমণের ওপরেই আপাতত জোর দেওয়া হচ্ছে দিঘায়।