In Delhi, the price of petrol has surpassed the price of diesel. According to the latest guidelines of the Indian Oil Corporation, the price of diesel rose by 48 paise to Tk 79.6 per liter from 8 am on Wednesday. The price of diesel increased on the 17th day after the lockdown.
দেশ ব্রেকিং নিউজ

পেট্রোলকে টেক্কা দিল ডিজেলের দাম!‌

পেট্রোপণ্যে এবার উলটপুরাণ দেখা গেল!‌ ১৮তম দিনে এসে পেট্রোলের দাম বাড়ল না দেশে। কিন্তু ডিজেলের দাম আরও কিছুটা বাড়ল। ফলে দিল্লিতে পেট্রোলের দামকে টপকে গেল ডিজেলের দাম। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের শেষ নির্দেশিকা অনুসারে বুধবার সকাল ৬টা থেকে ডিজেলের প্রতি লিটার দাম ৪৮ পয়সা বেড়ে দাঁড়াল ৭৯.৮৮ টাকা। লকডাউনের পরবর্তী সময়ে এই নিয়ে ১৮তম দিনে বাড়ল ডিজেলের দাম।
পেট্রোলের দাম অপরিবর্তিত থাকলেও মঙ্গলবার কলকাতায় ডিজেলের দাম বেড়ে হয়েছে ৭৭.০৬ টাকা। পেট্রোলের দাম এদিন ৭৯.৭৬ লিটারই থেকেছে। ফলে বুধবার, দেশের রাজধানীতে পেট্রোলের তুলনায় ডিজেলের দাম দাঁড়াল বেশি। এমন ঘটনা শেষ কবে হয়েছে মনে করতে পারছেন না দিল্লিবাসী। ঘরোয়া বাজারে জ্বালানি তেলের খুচরো মূল্য নির্ভর করে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ওঠা–নামা এবং ফোরেক্স দরের উপর। কিন্তু বিশ্ববাজারে যাই হোক না কেন, ভারতে পেট্রোল এবং ডিজেলের দাম আগামী দিনে আরও বাড়তে পারে বলে অনুমান বিশেষজ্ঞ মহলের। কারণ কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি করোনা সংকট কাটিয়ে উঠতে জ্বালানির উপর বাড়তি শুল্ক ধার্য করতে পারে বলেও সূত্রের খবর।
উল্লেখ্য, ২০১৮ সালে ওড়িশায় ঘটেছিল এমন উলটপুরাণ। তখন পেট্রোলকে পেরিয়ে গিয়েছিল ডিজেলের দাম। দিল্লিতে পেট্রোলের দামকে টপকে গিয়েছে ডিজেলের দাম। মঙ্গলবার শহরে ডিজেলের দাম উঠেছে ৭৯.৮৮ টাকায়। পেট্রোলের দাম ৭৯.৭৬ টাকা রয়েছে লিটারপ্রতি। চেন্নাই আর মুম্বইয়ের ডিজেলের দাম বেড়ে হয়েছে ৭৭.১৭ টাকা আর ৭৮.২২ টাকা। সাধারণভাবে ডিজেলচালিত ইঞ্জিনের যানবাহনের দাম পেট্রোলচালিত যানবাহনের তুলনায় বেশি হয়। বেশিরভাগ বাণিজ্যিক যানবাহন ডিজেলচালিতই হয়ে থাকে। কারণ সেক্ষেত্রে গাড়ি কেনার সময়ে বেশি টাকা খরচ হলেও প্রত্যেকদিন ব্যবহারের ফলে বেশি জ্বালানির প্রয়োজন হয়। কলকাতায় যদিও পেট্রোলের দাম এখনও ডিজেলের তুলনায় বেশিই আছে। বুধবার কলকাতায় পেট্রোলের প্রতি লিটার দাম ৮১.৪৫ টাকা। ডিজেলের প্রতি লিটার দাম ৭৫.০৬ টাকা। তবে সাধারণ মানুষের যে নাভিশ্বাস উঠছে তা আর বলার অপেক্ষা রাখে না।