রাজ্য লিড নিউজ

ঘুষ দিয়েও চাকরি হয়নি, টাকা ফেরৎ চেয়ে তৃণমূল বিধায়ককে ফোন, ভাইরাল কল রেকর্ড

শিক্ষকের চাকরির জন্য টাকা নিয়েছিলেন স্বয়ং বিধায়ক। তবে হয়নি চাকরি। তাই ঘুষের টাকা ফেরতের আর্জি চাকরি প্রার্থীর স্বামীর। বিধায়ক জীবনকৃষ্ণের সঙ্গে বড়ঞা ব্লকের গোলাহাট গ্রামের গৃহবধূ গার্গী মন্ডলের স্বামী দীপক মন্ডলের টাকা ফেরত চেয়ে কথোপকথনের সেই কল রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চরম অস্বস্তিতে পড়েছে মুর্শিদাবাদের শাসক দল শিবির।

বিরোধীদের দাবি, বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ সত্য। তবে বিধায়ক শুধু শিক্ষকের চাকরি করিয়ে দেওয়ার নামে টাকা তুলেছেন এমন অভিযোগ একটিই নয়, অভিযোগ রয়েছে ভুরি ভুরি। শুধুমাত্র বড়ঞা বা মুর্শিদাবাদ জেলায় নয়, জেলার বাইরেও বহু চাকুরী প্রার্থীদের চাকরি করিয়ে দিয়েছেন তিনি। পাশাপাশি অনেকের কাছেই চাকরি করেই দেওয়ার নামে টাকাও তুলেছেন এই বিধায়ক। আর যাদের চাকরি করে দিয়েছেন তাদের একাধিকজনেরই নাম বর্তমানের চাকরি বাতিলের লিস্টে পাওয়া গেছে। আজ সকালেই এই কল রেকর্ড ভাইরাল হতেই সরগরম হয়ে ওঠে মুর্শিদাবাদের রাজনৈতিক মহল। যদিও ভাইরাল হওয়া অডিওর সত্যতা যাচাই করেনি দ্য নিউজ এক্সপ্রেস।