রাজ্য

‘‌#‌রাগ কেন দিদি’‌, পড়ল পোস্টার

এবার শহরে ছেয়ে গেল, দিদি এত রাগ কেন— ফ্লেক্সে। কলকাতা শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে শোভা পাচ্ছে লাল রঙের এই পোস্টার, ব্যানার, ফ্লেক্স। তবে কে বা কারা এই ফ্লেক্স লাগাচ্ছে তা এখনও স্পষ্ট নয়। তবে ওয়াকিবহাল মহল কিন্তু গেরুয়া শিবিরের দিকেই আঙুল তুলছেন। এটা তাদেরই মস্তিষ্কপ্রসূত বলে মনে করা হচ্ছে।
চলতি বিধানসভা নির্বাচনে রাজ্যের একাধিক প্রান্তে, দেখা যাচ্ছে ভোটের প্রচার অভিনব। কেউ গান গেয়েছেন তো কেউ পথ নাটিকা করছেন। কেউ কেউ প্যারোডি তৈরি করেছেন তো কেউ কেউ আবার দেওয়াল ছেড়ে ওয়ালের প্রচারে মজেছেন। তেমনই এই নয়া পোস্টার নজর কেড়েছে সকলের। সঙ্গে লেখা ‘#রাগ কেন দিদি?’ কে বা কারা এই ফ্লেক্স, পোস্টার সাঁটাচ্ছেন, তার কোনও উল্লেখ নেই। গত কয়েকদিন ধরেই এই ‘উক্তি’টি ঘিরে সরগরম রাজ্য–রাজনীতি। প্রধানমন্ত্রী বাংলায় নির্বাচনী সভা করতে এসে বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘দিদি’ এবং শ্লেষের সুরে প্রশ্ন করেছেন, ‘এত রাগ কেন?’
মমতা বন্দোপাধ্যায় অবশ্য তার একাধিক রাজনৈতিক সভায় জানিয়েছেন, আসলে তাঁকে ভ্যাঙানো হচ্ছে। বঙ্গ রাজনীতির এই বহুল আলোচিত বিষয় নিয়েই কি এই ফ্লেক্স বানানো হয়েছে তা নিয়ে শুরু হয়েছে চর্চা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতবার প্রচারে এসে তার বিশেষভাবে সুর করা দিদি সম্ভাষণ করছেন ততই উজ্জীবিত হচ্ছে গেরুয়া শিবির। আর ঠিক ততটাই পাল্টা আক্রমণ শানাচ্ছে ঘাসফুল শিবির। তৃণমূলের অভিযোগ, প্রধানমন্ত্রীর এই সম্ভাষণের মধ্যে লুকিয়ে রয়েছে নারী বিদ্বেষ। রাজ্যের শাসকদল বলছে, মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গাত্মক সুরেই ‘দিদি’ বলে ডাকছেন মোদী। তৃণমূলের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা, জুন মালিয়া, অনন্যা চক্রবর্তীরা অভিযোগ করেছিলেন, প্রধানমন্ত্রীর আচরণ দুর্ভাগ্যজনক এবং তিনি নারীবিদ্বেষী। তৃণমূলের তরফে প্রশ্ন তোলা হয়, আজ আমরা সবাই উদ্বিগ্ন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নিজেদের আসনকে সম্মান করছেন না। দেশের প্রধানমন্ত্রী টোন কাটছেন। টিটকিরি দিচ্ছেন। ওঁর ভাষণেই স্পষ্ট উনি কতটা নারীবিদ্বেষী।