আবহাওয়া ব্রেকিং নিউজ

কাটেনি গরমের রেশ, শীত কবে থেকে?

শীতের অপেক্ষায় বঙ্গবাসী। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আবহাওয়া শুষ্কই থাকছে। সকালের দিকে কোথাও কোথাও কুয়াশাচ্ছন্ন আকাশ দেখা গেলেও শীতের দেখা পাওয়ার বেশ দেরি আছে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে তাপমাত্রা খুব একটা কমবে না। মৃদু শীতের আমেজ আরও কয়েকদিন চলবে। উত্তর দিক থেকে ধীরে ধীরে শীতল বাতাস আসতে শুরু করলেও এখনো বড় পরিসরে ঠান্ডা অনুভব করতে দেরি আছে। চলতি সপ্তাহের শুক্রবারের পর থেকে দক্ষিণবঙ্গে শুরু হতে পারে ঠান্ডার আমেজ। শীতপ্রেমী মানুষদের কাছে এই সংবাদ যথেষ্ট আনন্দের।

অন্যদিকে, উত্তরবঙ্গের আট জেলাতেও কোন বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার থেকে দার্জিলিং-সহ পাহাড়ি জেলাগুলিতে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরের জেলাগুলিতে বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে শীতের প্রভাব বেশি অনুভূত হচ্ছে।

প্রতি বছর নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে ঠান্ডা, শুষ্ক উত্তরের বাতাস বাংলার দিকে প্রবাহিত হয়। এটি স্থানীয় তাপমাত্রা হ্রাস করে এবং একটি শীতল জলবায়ু তৈরি করে। সর্দি-কাশির তীব্রতা সাধারণত ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির প্রথম দিকে বাড়ে। তবে এবছর এখনও গরমের রেশ কাটতে অনেক দেরি।