ব্রেকিং নিউজ রাজ্য

ডায়মন্ডহারবারে ট্রেন অবরোধ! কর্মব্যস্ত দিনে যাত্রী হয়রানি চরমে

রেল অবরোধের জেরে সপ্তাহের ব্যস্ত দিনে শিয়ালদহ-ডায়মন্ডহারবার শাখায় ব্যাহত ট্রেন চলাচল। ভোগান্তিতে বহু যাত্রী। জানা গিয়েছে, বুধবার ভোর সাড়ে পাঁচটা থেকে ডায়মন্ডহারবার স্টেশনে রেল লাইনের উপর স্ল্যাব ফেলে অবরোধ শুরু করেন যাত্রীরা।

তাঁদের অভিযোগ, নির্ধারিত সময়ের থেকে অনেক দেরিতে চলছে ট্রেন। কখনও দেখেন বাতিল করে দেওয়া হয়েছে ট্রেন। কখনও আবার বদলে দেওয়া হয়েছে সময়সূচি। প্রতিদিনই একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বলেই তাঁদের অভিযোগ। বুধবার সকালেও স্টেশনে এসে ট্রেন না পেয়ে বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। এরই প্রতিবাদে এদিন ভোরবেলা থেকে ডায়মন্ডহারবার স্টেশনে বিক্ষোভ শুরু করেন নিত্যযাত্রীরা। অবরোধের জেরে বন্ধ হয়ে যায় ডায়মন্ডহারবার-শিয়ালদহ শাখার ট্রেন চলাচল।

এদিকে, এই বিক্ষোভের জেরে বুধবার কর্মব্যস্ত দিনে চরম হয়রানির শিকার হতে হয় যাত্রীদের। শেষমেশ টানা ৫ ঘণ্টা পরে ১০টা ৩৮-এ ডায়মন্ডহারবার লোকাল ছাড়ে শিয়ালদহ স্টেশন থেকে।

যাত্রীরা জানান, সময় মত ট্রেন না চলায় দীর্ঘদিন ধরেই নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সেই কথাটা বারবার রেল কর্তৃপক্ষকে বলা হলেও কোনও সুরাহা মেলেনি। কার্যত সেকারণেই এদিন ভোরবেলা থেকে ডায়মন্ডহারবার স্টেশনে বিক্ষোভ শুরু করেন নিত্যযাত্রীরা। ডায়মন্ডহারবার ছাড়াও নেত্রা এবং মগরাহাট স্টেশনেও অবরোধ করেন