আগামী ৫ সেপ্টেম্বর উপনির্বাচন হবে ধূপগুড়িতে। ফল বেরোবে ৮ সেপ্টেম্বর।
উপনির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আগামী ১৭ আগস্টের মধ্যে মনোনয়ন জমা করতে হবে। অন্যদিকে মনোনয়ন প্রত্যাহার করার শেষদিন ২১ আগস্ট। ৪৩৫৫ ভোটে বিজেপির টিকিটে ধূপগুড়ি থেকে একুশের বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন বিষ্ণুপদ রায়। বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে মোট ৭৭ জন বিধায়ক পেয়েছিল বিজেপি। পরবর্তীকালে তার মধ্যে বেশ কয়েকজন বিধায়ক নাম লিখিয়েছেন ঘাসফুল শিবিরে।
প্রসঙ্গত, ২৩ শে জুলাই ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায় কলকাতায় এসেছিলেন বিধানসভার অধিবেশনে যোগ দিতে। শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যাওয়ায় তৎক্ষণাৎ তাকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়। তাই ফের এই আসনে পুনরায় নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করল নির্বাচন কমিশন।