সবুজ আবিরে ঢাকল ধূপগুড়ির আকাশ। ধূপগুড়ি উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস। আর নিজেদের জেতা আসন হারিয়ে ফেলল বিজেপি। ১০ রাউন্ড গণনার পর জয়ী ঘোষণা করা হয় তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়কে। চার হাজারের বেশি ভোটে হারলেন বিজেপি প্রার্থী তাপসী রায়। নিজেদের হারানো আসন পুনরুদ্ধার করতে পেরে উচ্ছ্বসিত ধূপগুড়ির ঘাসফুল নেতা-সমর্থকেরা।
একুশের বিধানসভায় ধূপগুড়ি কেন্দ্রে জয়ী হয় বিজেপি। জয়লাভ করে বিধায়ক হন বিষ্ণুপদ রায়। প্রয়াত হন বিধায়ক। গত ৫ই সেপ্টেম্বর ধূপগুড়িতে উপনির্বাচন হয়। শুক্রবার ছিল সেই উপনির্বাচনের ফলাফল ঘোষণা। আর ১০ রাউন্ড গণনার পর দেখা গেল চার হাজারের বেশি ভোটে জিতে যায় তৃণমূল।
ধূপগুড়ি জয়ের পর নিজের এক্স (ট্যুইটারের বর্তমান নাম) হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “বিধানসভার গুরুত্বপূর্ণ উপনির্বাচনে ধূপগুড়ির মানুষ আমাদের উপর বিশ্বাস রেখেছেন এবং আমাদের সমর্থনে তাঁদের জনাদেশ দিয়েছেন – সেজন্য আমি তাঁদের আন্তরিক ধন্যবাদ জানাই। উত্তরবঙ্গের মানুষ আমাদের সঙ্গে আছেন এবং মা-মাটি-মানুষের সরকার যেভাবে উন্নয়ন, সামাজিক কল্যাণ এবং ক্ষমতায়নের সমন্বয় ঘটাচ্ছেন তাতে বিশ্বাস করেন। বাংলা তার মত জানালো এবং শীঘ্রই গোটা দেশও তার পছন্দ জানিয়ে দেবে। জয় বাংলা! জয় INDIA!”