শুধু যে বাংলার সরকারই গরীবদের কথা ভাবে বা অনদান দেয় তা নয়। এবার নজির দেখাল ঝাড়খণ্ড সরকারও। দারিদ্রসীমার নীচে থাকা রাজ্যের সমস্ত বাসিন্দাকে ভর্তুকি মূল্যে পোশাক দেওয়ার সিদ্ধান্ত নিল মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন ঝাড়খণ্ড সরকার। ঝাড়খণ্ড সরকার ঘোষণা করে, বিপিএল তালিকাভুক্ত পরিবারগুলিকে ১০ টাকার বিনিময়ে ধুতি, লুঙ্গি এবং শাড়ি বিতরণ করা হবে। বছরে দু’বার দেওয়া হবে এই ভর্তুকি মূল্যের পোশাক।
এদিন মন্ত্রিসভার বৈঠকের পর জানানো হয়েছে, জাতীয় খাদ্য নিরাপত্তা আইন এবং অন্ত্যোদয় অন্ন যোজনায় অন্তর্ভুক্ত পরিবারগুলিকে ৬ মাস অন্তর এই ভর্তুকি মূল্যের পোশাক দেওয়া হবে। তবে চলতি বছরে একবারই ভর্তুকি মূল্যে পোশাক পাওয়া যাবে। উৎসবের মরশুমে এই ঘোষণা এক অনবদ্য নজির গড়ল বলে মনে করা হচ্ছে। কারণ এর আগে এই রাজ্যে এমন ঘটনা ঘটেনি।
১০ টাকার বিনিময়ে ধুতি অথবা লুঙ্গি এবং এই একই দামে শাড়ি কিনতে পারবেন বিপিএল তালিকাভুক্ত পরিবার। উল্লেখ্য, ২০১৯ সালের ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে জেএমএম নেতা হেমন্ত এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। ২০১৯ সালের ডিসেম্বর মাসে জেএমএম, কংগ্রেস এবং আরজেডি জোট রাজ্যে সরকার গড়লেও করোনার আবহে আটকে রয়েছে একাধিক কর্মসূচি।
