দিল্লিতে তৃণমূলকে হেনস্থার প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্যপালহীন রাজভবন অভিযানে নেমেছিল তৃণমূল। একশো দিনের কাজে বাংলার ‘বঞ্চিতদের’ টাকা আদায়ের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে তৃণমূল।
সূত্রের খবর, বৃহস্পতিবার ও শুক্রবার রাজ্যপাল রাজভবনে উপস্থিত না থাকায় পুলিশের হাতেই চিঠি তুলে দেয় তৃণমূলের প্রতিনিধি দল। সংঘাতের আবহের মাঝেই এবার রাজ্যপালের সঙ্গে দেখা করতে শনিবার সকালে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিল তৃণমূলের ৩ সদস্যের প্রতিনিধি দল।
এদিন তৃণমূলের তরফে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার এবং দুই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্র। শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে রাজ্যপালের সাক্ষাৎ হওয়ার কথা আছে।
এদিকে, শনিবার বেলা ১১টা থেকে মঞ্চে ঝাঁঝ বাড়াতে শুরু করেছিলেন, অভিষেক ও তৃণমূলের অন্যান্য প্রথম সারির নেতারা। রাজ্যপাল কলকাতায় না ফেরা পর্যন্ত রাজভবনের দুয়ারে লাগাতার আন্দোলন চলবে বলেই জানিয়েছে তৃণমূল।