নিষেধাজ্ঞা তুলে যেদিন বাংলাদেশ ভারতকে রপোলি শস্য পাঠিয়েছিল, সেদিনই পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছিল ভারত। তাতে সম্পর্ক নষ্ট হয়নি দু’দেশের। কারণ সেটা একটা ভুল ছিল। এই পরিস্থিতিতে দুই প্রতিবেশীর মৈত্রী সম্পর্কের কথা মাথায় রেখে পেঁয়াজ রপ্তানি শুরু করতে ভারতকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে দিল্লিকে দেওয়া এক চিঠিতে বাংলাদেশ এই অনুরোধ করেছে।
বিদেশ মন্ত্রক সূত্রে খবর, ভারতকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, পেঁয়াজ রপ্তানির নীতি–নির্দেশে ভারতের হঠাৎ করে পরিবর্তন আনায় বাংলাদেশকে গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে। কারণ বাংলাদেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে সরাসরি প্রভাব পড়েছে।
বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, দুই দেশের মধ্যে অলিখিত কথা ছিল ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করবে এবং যদি কোনও পরিবর্তন করা হয় তাহলে ভারত বাংলাদেশকে আগে জানিয়ে দেবে। বন্ধুপ্রতিম দেশ দু’টির মধ্যে এরকম একটি সমঝোতা রয়েছে। ভারতকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে আহ্বান জানিয়েছি। প্রত্যাশা করছি খুব দ্রুত ভালো ফল পাব।
চিঠিতে বলা হয়েছে, হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধের বিষয়ে ১৪ সেপ্টেম্বর ভারত সরকারের আকস্মিক ঘোষণা দুই বন্ধুপ্রতিম দেশের ২০১৯ ও ২০২০ সালের আলোচনা ও বোঝাপড়ার ভিত্তিকে দুর্বল করে দেয়। দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সমঝোতার বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি পুনরায় শুরু করতে ভারতকে অনুরোধ জানানো হয়েছে।