বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের তাণ্ডব

ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। বচসার জেরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্র–শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের চার সদস্যের ওপর হামলা চালিয়েছেন বহিরাগত কয়েকজন ব্যক্তি৷ এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ গোটা ঘটনায় বিশ্ববিদ্যালয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, ঈদুল আজহার দিন সন্ধ্যা সাতটার দিকে টিএসসি’‌র সড়কদ্বীপে এই হামলার ঘটনা ঘটে৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যদের ওপর হামলাকারী ওই ব্যক্তিরা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর (ঢাকা মহানগর দক্ষিণের ২১ নম্বর ওয়ার্ড) আসাদুজ্জামান আসাদের অনুগামী বলে সূত্রের খবর৷ চেয়ারে বসা নিয়ে বচসার জেরে ওই হামলার ঘটনা ঘটে৷
কিন্তু যত যাইহোক, বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ে ঢুকবে কেন?‌ এই প্রশ্নের উত্তর পাওয়া না গেলেও বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বহিরাগত কিছু ব্যক্তি ক্যাম্পাসে এসে প্রক্টরিয়াল টিমের চারজন সদস্যের ওপর হামলা চালায়৷ এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। শাহবাগ থানায় অভিযোগ দায়ের হয়েছে৷