বাংলাদেশ

বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা

করোনার জেরে দীর্ঘদিন লকডাউন চলেছিল ঢাকায়। তখন পরিবেশের দূষণ কিছুটা কমলেও এখন পরিস্থিতি ফের ভয়াবহ হয়ে উঠেছে। যার জেরে ফের বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে ঢাকা। বুধবার সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্সের পরিমাণ ৩৭৮ ছিল। তার জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন পরিবেশবিদরা। করোনার তাণ্ডবের মধ্যে আবহাওয়ার এই হাল তাঁদের চিন্তা আরও বাড়িয়েছে।
আবহবিদরা বলছেন, কোনও এলাকার বাতাসে এয়ার কোয়ালিটি ইনডেক্স যদি ২০১ থেকে ৩০০ মধ্যে হয় তাহলে সেই এলাকার আবহাওয়া খারাপ বলে ধরা হয়। আর যদি ৩০১ থেকে ৪০০–এর মধ্যে হয় তাহলে বিষয়টি বেশ বিপজ্জনক বলে বোঝায়। বুধবার সকাল সাড়ে ৯টা নাগাদ ঢাকার একিউআই ৩৭৮ ছিল। যা বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটারের ৩৫৬ থেকে ২২ বেশি।
ঢাকা শহরে যেভাবে বায়ু দূষণ বাড়ছে, তাতে এই শহরে বাস করা দিন দিন কঠিন হয়ে উঠছে। এই দূষণ কমাতে কিংবা পরিবেশ রক্ষার জন্য গাড়িতে সৌরবিদ্যুৎ ব্যবহার করার বিষয়ে জোর দিচ্ছে সরকার। গাড়িতে সৌরবিদ্যুৎ ব্যবহার করার বিষয়ে প্রশাসনের দাবি, বিশ্বের অনেক দেশেই ইলেকট্রিক গাড়ি আছে। সেগুলি ব্যয়বহুল হলেও দূষণ কম হয়। নৌকা ও ভ্যানে সৌরবিদ্যুৎ ব্যবহার করার কথাও ভাবা হচ্ছে। তবে গাড়িতে সৌরবিদ্যুৎ সরাসরি ব্যবহার করা যাবে না।
এই বিষয়ে বায়ুদূষণ গবেষক অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, ‘এটি হলে ভাল হত। উন্নত দেশগুলোয় বহু আগে থেকেই জ্বালানি ব্যবহার বন্ধ হয়েছে। ফলে সেখানে দূষণ কম হয়। বিকল্প বিদ্যুতের ব্যবহার হলে দূষণ অনেক কমে যাবে।’