বাংলাদেশ

ঢাকা শহরে আসা–যাওয়া বন্ধ!‌

করোনা প্রতিরোধে ঢাকা মহানগরীতে প্রয়োজন ছাড়া কেউ আসতে পারবেন না। আর ঢাকার বাইরে যেতে পারবেন না। রবিবার ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে। কারণ দিনে দিনে করোনা মারাত্মক আকার ধারণ করছে। আর তা ঠেকাতেই এই উদ্যোগ।
পুলিশ সূত্রে খবর, এই পদক্ষেপের অংশ হিসেবে রবিবার থেকে রাজধানীর প্রবেশ ও প্রস্থান হওয়ার পথে তল্লাশির ব্যবস্থা জোরদার করা হয়েছে। যাতে কোনও ব্যক্তি একান্ত জরুরি প্রয়োজন ছাড়া ঢাকা শহরে প্রবেশ বা ঢাকা শহর থেকে বাইরে যেতে না পারেন তা নিশ্চিত করতেই তল্লাশির ব্যবস্থা করা হয়েছে। জরুরি সেবা এবং পণ্য সরবরাহ কাজে নিয়োজিত যানবাহন এই নিয়ন্ত্রণের আওতা থেকে মুক্ত থাকবে।
ঢাকার পুলিশ আরও জানিয়েছে, উপযুক্ত কারণ ছাড়া কোনও ব্যক্তি যানবাহন চালনা করলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। করোনা ঠেকাতে নগরীতে এই নিয়ন্ত্রিত চলাচলের ব্যাপারে নাগরিকদের সর্বাত্মক সহযোগিতা আহ্বান করা হয়েছে।