টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ দেবের বিরুদ্ধে। ভাইরাল অডিও। ইতিমধ্যেই একটি অডিও প্রকাশ্যে এনেছে হিরণ চট্টোপাধ্যায়। যার সত্যতা যাচাই করেনি দ্য নিউজ এক্সপ্রেস।
সেই অডিওতে ভোটের মুখে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে দেবের বিরুদ্ধে। আর সেই অডিও ভাইরাল করে সিবিআই তদন্তের দাবি করেছেন বিজেপি প্রার্থী হিরণ।
হিরণের দাবি, চাকরি আশায় ৯ লক্ষ টাকা দিয়েছেন এক মহিলা। এরপর চাকরি না পেয়ে ফোন করে টাকা ফেরত চান ওই মহিলা। অন্যদিকে, এই কল রেকর্ডকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক৷
সূত্রের খবর, অভিযোগকারী ইতিমধ্যেই টাকা ফেরত পেয়েছেন।মহিলার সঙ্গে দেবের ফোনে কথোপকথনের অডিও প্রকাশ্যে এনেছেন হিরণ। যদিও এই এই ভাইরাল হওয়া এই অডিওর বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন দেব।
তাঁর দাবি, এমন কোনও ফোন তাঁর কাছে আসেনি। অনেক কলরেকর্ডকে এডিট করা হয়েছে। মহিলার কণ্ঠস্বর লাগানো হয়েছে। সবকিছু নিয়েই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।