বিনোদন

দেবের প্রথম বাংলাদেশি ছবি ‘কমান্ডো’

মেদিনীপুরে কয়েকদিন আগেই শেষ হয়েছে ‘কমান্ডো’ ছবির কিছু অংশের কাজ। সম্প্রতি দেব জানিয়েছেন কলকাতার অংশের শুটিংও শেষ। এই ছবির মাধ্যমে দেব প্রথম কোনো বাংলাদেশি সিনেমায় কাজ করছেন। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭-এর প্রথম রানারআপ মিতু তার বিপরীতে রয়েছেন।

দেব টুইটারে ‘কমান্ডো’ ছবির একটি পোস্টারও শেয়ার করেছেন। যেখানে তিনি লিখেছেন, “কলকাতা শেড্যিউল র‌্যাপ্ড..সি ইউ সুন বাংলাদেশ।”

এক সাক্ষাৎকারে দেব বলেন, “এটা আমার প্রথম বাংলাদেশি ছবি। এখানে এক কমান্ডোর ভূমিকায় অভিনয় করছি। ছবির কাহিনি অনুযায়ী আমি ও আমার বাহিনী বাংলাদেশের একটি সমস্যা সমাধানে মিশনে নামি।”

কলকাতার পর আরও কিছু কাজ বাকি রয়েছে। যেগুলো বাংলাদেশ ও দুবাইয়ে হবে। শামিম আহমেদ রনি পরিচালিত অ্যাকশন থ্রিলার ধর্মী ‘কমান্ডো ছবিটি আগামী ঈদে মুক্তি দেওয়ার কথা রয়েছে।