পদ্মাপারে করোনা সংক্রমণ দিন দিন বাড়ছে। কিন্তু তার মধ্যেও উন্নয়নের গতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশের সরকার এখন মানুষের স্বার্থে এই সিদ্ধান্তই নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, তাঁর সরকার করোনার মধ্যেও উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের কার্যনির্বাহী কমিটির নিয়মিত সভার প্রারম্ভিক ভাষণে রবিবার এই বার্তা দিয়েছেন তিনি।
বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা জানি করোনা সংক্রমণের কারণে আমাদের উন্নয়ন ব্যাহত হচ্ছে। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি যে, ধারাবাহিকতা বজায় রেখে উন্নয়নের মূল গতিটা ধরে রাখার। যে কারণে আমরা প্রচেষ্টা অব্যাহত রেখেছি। উন্নয়ন জারি থাকবে।’
প্রধানমন্ত্রী দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপরও গুরুত্ব দিতে অনুরোধ করেন। তিনি বলেন, ‘দেশবাসীকে আমি এই অনুরোধ করব যে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। কারণ, জীবন চলতে থাকবে এটি স্থির থাকতে পারে না। তারপরেও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলকে আমি আহ্বান জানাব। শুধু বাংলাদেশে নয়, সমগ্র বিশ্বেই আজ এই সমস্যাটা চলছে।’
প্রধানমন্ত্রী এই সংক্রমণের কবল থেকে সবার মুক্তির জন্য প্রার্থনা করেন। তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে আমরা আমাদের মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য–সহ দেশে ও বিদেশে অনেককে হারিয়েছি। তাঁদের আত্মার শান্তি কামনা করছি।’