পুজোর আগেই বিধ্বংসী অগ্নিকাণ্ড পশ্চিম মেদিনীপুরের দাসপুরের। সোমবার রাতে ভয়াবহ আগুন লাগে দাসপুর থানার পলাশপাই গ্রামের একটি প্যান্ডেলের গোডাউনে।
আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। শেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে আসে দমকলের ২টি ইঞ্জিন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত ১০টা নাগাদ হঠাৎই আগুন লাগে শক্তিপদ মাইতি নামে এক প্যান্ডেল ব্যবসায়ীর গোডাউনে। বিধ্বংসী এই আগুনে পুড়ে ছাই হয়ে যায় পুরো গোডাউনটি। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ওই গোডাউনে মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে থাকে। আগুনের কুণ্ডলী ও ধোঁয়া দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। প্রথমে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান।
জানা গিয়েছে, আগুনে প্রায় ২০ লক্ষ টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। এমন দুর্ঘটনায় কার্যত কপালে হাত তাঁর। তবে এদিক ঠিক কীভাবে ওই গোডাউনে আগুন লাগল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।