ফের ভয়াবহ অগ্নিকাণ্ড তিলোত্তমায়। রবিবার দুপুরে বিধ্বংসী আগুন লাগে মানিকতলা, ১৬ নম্বর মুরারি পুকুর এলাকার একটি আলমারির কারখানায়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। শেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে আসে দমকলের ৩ টি ইঞ্জিন। প্রচুর ক্ষয়ক্ষতি হলেও এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ১১টা নাগাদ হঠাৎই আগুন লাগে ওই আলমারির কারখানাটিতে। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ এবং রাসায়নিক ওই কারখানায় মজুত থাকায় আগুনের লেলিহান শিখা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। আগুনের কুণ্ডলী ও ধোঁয়া দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে পড়েন।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। স্থানীয়দের তরফে খবর যায় দমকলে। খবর পেয়ে তৎক্ষণাৎ দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। এদিকে ওই আলমারি কারখানার আশপাশেই রয়েছে বেশ কিছু গাড়ির কারখানা। সেখানেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলেই মনে করা হচ্ছে। তবে ঘটনার যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, তা থেকেই স্পষ্ট যে আগুনের ভয়াবহতা ঠিক কতটা ছিল।
যুদ্ধকালীন তৎপরতায় আগুন আয়ত্তে আনার কাজ চলছে। এখনও পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় প্রয়োজনে আরও ইঞ্জিন ঘটনাস্থলে আনা হবে বলেই জানিয়েছেন দমকল কর্মীরা। যদিও এদিন ঠিক কী কারণে এই আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। তবে কারখানার ভেতর প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় এই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান দমকল কর্মীদের।