সোমবার সাতসকালে বিধ্বংসী আগুন লাগে গড়িয়া স্টেশনের কাছে তিনতলা বাড়িতে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আসে দমকলের ৫ টি ইঞ্জিন। প্রচুর ক্ষয়ক্ষতি হলেও এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোর সাড়ে ৫টা নাগাদ হঠাৎই আগুন লাগে ওই তিনতলা বাড়িটিতে। দীর্ঘদিন ধরেই ওই বাড়িটিতে লাউড স্পিকার তৈরির কাজ চলছিল বলেই জানা গিয়েছে। এমনকী লাউড স্পিকারের সরঞ্জাম রাখার একটি গুদামও ছিল। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুনের লেলিহান শিখা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। আগুনের কুণ্ডলী ও ধোঁয়া দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। স্থানীয়দের তরফে খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে তৎক্ষণাৎ দমকলের ৩ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুন নিয়ন্ত্রণে না আসায় পরে আরও ২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তবে ঘটনার যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, তা থেকেই স্পষ্ট যে এদিন আগুনের ভয়াবহতা ঠিক কতটা ছিল। দমকল কর্মীদের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। তবে ঠিক কী কারণে এদিন আগুন লাগল, তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা।
যদিও ওই লাউড স্পিকারের কারখানাটিতে অগ্নি নির্বাপনের কোনও ব্যবস্থা ছিল না, সে কথা কার্যত স্বীকার করে নিয়েছেন ওই গুদামের কেয়ারটেকার। স্থানীয়দের অভিযোগ, তাঁরা দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে এ বিষয়টি জানিয়ে আসছিলেন। তারপরে কোনও পদক্ষেপ করা হয়নি। তবে বাড়িটির ছাদে ফাটল দেখা দেওয়ায় এই মুহূর্তে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। তাদের আশঙ্কা, বাড়িটির আশেপাশে আরও বেশ কয়েকটি বহুতল রয়েছে। ফলে পুরো বাড়িটি ভেঙে পড়লে সে ক্ষেত্রে ভয়াবহ বিপদ হওয়ার আশঙ্কা রয়েছে।