বিধ্বংসী অগ্নিকাণ্ড পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। মঙ্গলবার রাত দুটো নাগাদ ভয়াবহ আগুন লাগে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ধূপকাঠির কারখানায়। গোটা এলাকা কালো ধোয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে আসে দমকলের ছ’টি ইঞ্জিন।
আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নিভাতে হয় বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। দমকল কর্মীদের প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে না আসায় পাঁচটি মোটর পাম্প নিয়ে আসা হয়। সেই পাম্প দিয়ে পুকুরের জল তুলে আগুন নেভানোর কাজ শুরু হয়। কিন্তু পুকুরের জল শেষ হয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ ও দমকলের আধিকারিকরা। এই অগ্নিকাণ্ডে ৩৫ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে, এখনো পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।