ব্রেকিং নিউজ রাজ্য

Devastating Fire in Behala : বেহালায় ভয়াবহ আগুন

ফের ভয়াবহ অগ্নিকাণ্ড তিলোত্তমায়। সোমবার সকালে বিধ্বংসী আগুন লাগে বেহালার পর্ণশ্রী থানার অন্তর্গত বকুলতলার একটি দোকানে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। শেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে আসে দমকলের ২ টি ইঞ্জিন। প্রচুর ক্ষয়ক্ষতি হলেও এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ হঠাৎই আগুন লাগে একটি দোতলা দোকানে। প্রথমে উপর তলার দোকানে আগুন লাগে, তারপর নিচের দোকানটিতে আগুন লাগে। সূত্রের খবর, ওপরে শাড়ির দোকান ছিল এবং নিচে প্লাস্টিকের সরঞ্জাম বিক্রি করা হত।

আগুনের কুণ্ডলী ও ধোঁয়া দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। আগুনের লেলিহান শিখা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। খবর যায় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন এবং পর্ণশ্রী থানার পুলিশ। এদিকে ওই দোতলা দোকানের পাশেই আরও বেশ কিছু দোকান রয়েছে। সেখানেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলেই মনে করা হচ্ছে। তবে ঘটনার যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, তা থেকেই স্পষ্ট যে আগুনের ভয়াবহতা ঠিক কতটা ছিল।

যদিও এদিন ঠিক কী কারণে এই আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। তবে শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকল কর্মীদের।